অস্ত্র পাচারের ঘটনায় ধৃতদের নাম শেখ সাইদুল ও রাজেন্দ্র প্রসাদ। সাইদুলের বাড়ি মুর্শিদাবাদের খর গ্রামে। অন্যদিকে রাজেন্দ্র প্রসাদের বাড়ি পশ্চিম বর্ধমানে। এই ঘটনায় বীরভূমের পুলিশ সুপার এই নগেন্দ্র ত্রিপাঠী জানান, ধৃতরা বেআইনি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। পাশাপাশি তিনি জানিয়েছেন, কোথা থেকে এই অস্ত্র আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সমস্ত কিছু তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় বাকি জড়িতদেরও খুব দ্রুত গ্রেফতার করার আশ্বাস দেন তিনি।
advertisement
আরও পড়ুন: বহিরাগতরা এসে দেউচার কয়লা শিল্প বাতিলের আন্দোলনকে বাঁচিয়ে রেখেছে? তুঙ্গে বিতর্ক
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, শেখ সাইদুল উপর আগে থেকেই বীরভূম জেলা পুলিশের নজর ছিল। এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের রাজেন্দ্র প্রসাদ সম্পর্কেও গোপন সূত্রে বেশ কিছু তথ্য পাওয়া যায়। সেই সকল সূত্রের ভিত্তিতেই পুলিশ তাদের উপর নজরদারি শুরু করে। আর তাতেই এই বড় সাফল্য মিলেছে।
মাধব দাস