রামপুরহাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৈদ্যনাথ রায়ের সঙ্গে এমন প্রতারণার ঘটনা ঘটেছে। বৈদ্যনাথ রায় হলেন পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী এবং তার সোনার দোকানের শোরুম রয়েছে। তারই একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে প্রায় ৮২ হাজার টাকা উধাও হয়ে গেছে দু'দফায়। দিন কয়েক আগেই তিনি টাকা তুলতে গেলে এমনটা জানতে পারেন যে তার অজান্তেই তার অ্যাকাউন্ট থেকে কেউবা কারা এই টাকা তুলে নিয়েছেন।
advertisement
ওই স্বর্ণ ব্যবসায়ীর দাবি, তার যে ডেবিট কার্ড রয়েছে সেটি নিজের কাছে থাকা সত্ত্বেও ১৭/১১/২০২২ তারিখ পরপর দুবার ৬২,৯৯৯ টাকা এবং ১৮,৯৯৯ টাকা তুলে নেওয়া হয়। এই বিষয়ে তিনি ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করলে ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়, অনলাইন বিপণনী সংস্থায়ী নাকি জিনিসপত্র কেনা হয়েছে। অথচ ব্যবসায়ীর দাবি তিনি কোনও কিছু কোথাও থেকে ক্রয় করেননি।
আরও পড়ুন: আলুর বস্তার মধ্যে এসব কী? লক্ষ লক্ষ টাকার খেলা! পাচার করা হচ্ছিল বিহারে!
ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি রামপুরহাট থানা এবং লালবাজারের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়েছেন বলে দাবি করেছেন। পুলিশের তরফ থেকে সেই অভিযোগ নেওয়া হয়েছে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা গ্রহণ করা হল তা সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। অন্যদিকে ব্যাঙ্ক কর্তৃপক্ষকেও একটি অভিযোগ জানানো হয়েছে, তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ নাকি বারবার দাবি করছেন কেনাকাটা হয়েছে বলেই সেই টাকা কাটা হয়েছে।
Madhab Das