Siliguri News: আলুর বস্তার মধ্যে এসব কী? লক্ষ লক্ষ টাকার খেলা! পাচার করা হচ্ছিল বিহারে!

Last Updated:

Siliguri News: চক্রান্ত চলছিল গভীরে! আলুর বস্তায় ভরে পাচারের চেষ্টা! বিহারে পাচারের আগেই ঘটল কাণ্ড! জানুন

+
নকল

নকল মদ সহ গ্রেফতার ২

#শিলিগুড়ি : কয়েক লক্ষাধিক টাকার বিদেশী মদ সহ দু'জনকে বিধান নগর টোলগেটের সামনে থেকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া মদ বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । এদিন ধৃত দু'জনকে আদালতে তোলা হয় । ধৃতদের নাম দেবেন্দ্র সিং ও সিমরণজিত সিং। প্রসঙ্গত, ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি চারচাকা আলু বোঝাই গাড়ি আটক করে তল্লাশি চালায় ।তল্লাশি চালিয়ে পুলিশ আলুর বস্তার ভেতর ৫২ কার্টুন নকল মদ উদ্ধার করে । সঙ্গে সঙ্গে বিধান নগর থানার পুলিশ গাড়ির চালক ও সহকারি চালককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় ।
এই পাচার চক্রের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে ফাঁসিদেওয়ার বিধান নগর থানার পুলিশ । নেশা মুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশ দীর্ঘদিন ধরেই এই অভিযান চালাচ্ছিল আজ ফের বিধান নগর এলাকায় আলু বোঝাই ট্রাক থেকে এই নকল মদ উদ্ধার করল পুলিশ ।
advertisement
advertisement
এর পেছনে কোন পাচার চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এর আগেও বিহার পাচারের উদ্দেশ্যে মদ আটক করা হয়েছিল । পুলিশের সন্দেহ এর পেছনে কোনও বড় চক্র কাজ করছে । ধৃত ওই দু'জনকে আজ শিলিগুড়ি মহাকুমা আদালতে পাঠানো হয় ।
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: আলুর বস্তার মধ্যে এসব কী? লক্ষ লক্ষ টাকার খেলা! পাচার করা হচ্ছিল বিহারে!
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement