Siliguri News: ব্ল্যাক প্যান্থার চা বাগানে? মিরিকে কালো লেপার্ডের দেখা! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
Last Updated:
Siliguri News: চা বাগানে ঘুরছে! দিব্যি পেরোচ্ছে রাস্তা! কালো লেপার্ডের দেখা মিলল মিরিকে। ভাইরাল মুহূর্তে
#মিরিক : পাহাড়ের রাস্তায় দেখা মিলল কালো চিতা বা ম্যালানিস্টিক লেপার্ডের । যদিও পাহাড়বাসীদের মধ্যে প্রাণীটিকে নিয়ে ব্ল্যাক প্যান্থার বলে চাঞ্চল্য ছড়িয়েছে । বুধবার মিরিকের ওকাইতি চা বাগান সংলগ্ন নয় নম্বর ডিভিশনের কাছে রাস্তা পার করার সময় ওই কালো চিতা বাঘটির ছবি ক্যামেরা বন্দি করেন একজন চালক । এরপর মুহুর্তে ওই চিতাবাঘটির ছবি ভাইরাল হয়ে যায় । এর আগেও অবশ্য ২০২০ সালে মিরিকেই কালো চিতা বাঘের দেখা মিলেছিল। এছাড়াও চলতি বছরে বক্সার জঙ্গলে এবং জয়ন্তী এলাকাতে ব্ল্যাক প্যান্থারের দেখা মিলেছিল ।
এছাড়াও ন্যাওরা ভ্যালি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ বনাঞ্চলে এর প্রভাব দেখা যায় । ন্যাফের সদস্য পরিবেশ প্রেমী অনিমেষ বসু জানিয়েছেন পিগমেন্টেশন এর জন্য এর কালো অংশ গুলি শরীরে বেশি ছড়িয়ে পড়ে তাই এর গায়ের রং কালো হয় । এই জাতীয় লেপার্ড বিলুপ্তপ্রায় বটে।
advertisement
advertisement
উত্তরবঙ্গের চা বাগান অধ্যুষিত এলাকা হওয়ায় চিতা বাঘের প্রবণতাও বেশি । তবে অন্যান্য পরশু পাখির যেমন আলবিনো রোগ হয় চামড়া সাদা হয়ে যায় । এই চিতা বাঘ বা লেপার্ড গুলির কালো অংশ বেশি প্রভাবিত হয়। তাই লোকে ব্ল্যাক প্যান্থার বলে এটিকে সম্বোধন করছে । তবে এটি কালো চিতা বা ম্যালানিস্টিক লেপার্ড বললেন অনিমেষ বসু ।
advertisement
অনির্বাণ রায়
Location :
First Published :
November 23, 2022 8:27 PM IST