Siliguri News: ব্ল্যাক প্যান্থার চা বাগানে? মিরিকে কালো লেপার্ডের দেখা! ভাইরাল ভিডিও

Last Updated:

Siliguri News: চা বাগানে ঘুরছে! দিব্যি পেরোচ্ছে রাস্তা! কালো লেপার্ডের দেখা মিলল মিরিকে। ভাইরাল মুহূর্তে

+
পাহাড়ের

পাহাড়ের রাস্তায় দেখা মিলল কালো চিতা বা ম্যালানিস্টিক লেপার্ডের

#মিরিক : পাহাড়ের রাস্তায় দেখা মিলল কালো চিতা বা ম্যালানিস্টিক লেপার্ডের । যদিও পাহাড়বাসীদের মধ্যে প্রাণীটিকে নিয়ে ব্ল্যাক প্যান্থার বলে চাঞ্চল্য ছড়িয়েছে । বুধবার মিরিকের ওকাইতি চা বাগান সংলগ্ন নয় নম্বর ডিভিশনের কাছে রাস্তা পার করার সময় ওই কালো চিতা বাঘটির ছবি ক্যামেরা বন্দি করেন একজন চালক । এরপর মুহুর্তে ওই চিতাবাঘটির ছবি ভাইরাল হয়ে যায় । এর আগেও অবশ্য ২০২০ সালে মিরিকেই কালো চিতা বাঘের দেখা মিলেছিল। এছাড়াও চলতি বছরে বক্সার জঙ্গলে এবং জয়ন্তী এলাকাতে ব্ল্যাক প্যান্থারের দেখা মিলেছিল ।
এছাড়াও ন্যাওরা ভ্যালি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ বনাঞ্চলে এর প্রভাব দেখা যায় । ন্যাফের সদস্য পরিবেশ প্রেমী অনিমেষ বসু জানিয়েছেন পিগমেন্টেশন এর জন্য এর কালো অংশ গুলি শরীরে বেশি ছড়িয়ে পড়ে তাই এর গায়ের রং কালো হয় । এই জাতীয় লেপার্ড বিলুপ্তপ্রায় বটে।
advertisement
advertisement
উত্তরবঙ্গের চা বাগান অধ্যুষিত এলাকা হওয়ায় চিতা বাঘের প্রবণতাও বেশি । তবে অন্যান্য পরশু পাখির যেমন আলবিনো রোগ হয় চামড়া সাদা হয়ে যায় । এই চিতা বাঘ বা লেপার্ড গুলির কালো অংশ বেশি প্রভাবিত হয়। তাই লোকে ব্ল্যাক প্যান্থার বলে এটিকে সম্বোধন করছে । তবে এটি কালো চিতা বা ম্যালানিস্টিক লেপার্ড বললেন অনিমেষ বসু ।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: ব্ল্যাক প্যান্থার চা বাগানে? মিরিকে কালো লেপার্ডের দেখা! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement