রবিবার দুপুর বেলা এই ট্রেনটি উদ্বোধন হওয়ার পর সোমবার থেকে নিয়মিত পরিষেবা দেওয়া শুরু করেছে ট্রেনটি। প্রতিদিন ০৩১৮০ সিউড়ি শিয়ালদহ মেমু এক্সপ্রেস ট্রেনটি সিউড়ি থেকে ছাড়বে সকাল ৫:২০ মিনিটে এবং শিয়ালদহ পৌঁছাবে সকাল ৯:৫৭ মিনিটে। অন্যদিকে ০৩১৭৯ শিয়ালদহ সিউড়ি মেমু এক্সপ্রেস ট্রেনটি শিয়ালদহ থেকে প্রতিদিন বিকাল ৫:২৫ মিনিটে ছাড়বে এবং সিউড়ি এসে পৌঁছাবে রাত্রি ১০:১৫ মিনিটে। এই ট্রেনটি সিউড়ি এবং শিয়ালদহ ছাড়াও যেসকল স্টেশনে স্টপেজ দিচ্ছে সেগুলি হল দুবরাজপুর, পাণ্ডবেশ্বর, অন্ডাল, দুর্গাপুর, বর্ধমান, ব্যান্ডেল, নৈহাটি।
advertisement
এই ট্রেনটি চালু হওয়া নিয়ে যেমন সিউড়ির বাসিন্দাদের মধ্যে চরম উৎসাহ লক্ষ্য করা যায় তার থেকেও কৌতূহল এই ট্রেনে কি কি রয়েছে এবং ভাড়া কত তা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় এই ট্রেনটি নিয়ে যে সকল ছবি আপলোড হয়েছে সেখানে অনেকেই জানতে ইচ্ছুক এসি, রিজার্ভেশন, টয়লেট ইত্যাদি আছে কিনা? পাশাপাশি অনেকেই জানতে ইচ্ছুক এই ট্রেনের ভাড়া কত?
আরও পড়ুন: পুজোর আগেই বড় করে ফেলুন নিজের চুল! সহজ ঘরোয়া উপায় জেনে নিন
এই ট্রেনটিতে আপাতত রিজার্ভেশন এবং এসি কামরার ব্যবস্থা নেই। তবে রয়েছে মহিলাদের জন্য আলাদা করে দুটি কামরা। এছাড়াও রয়েছে প্রবীণ নাগরিকদের জন্য একটি কামরা এবং ভেন্ডারদের জন্য আলাদা কামরা। ট্রেনটিতে অবশ্যই টয়লেট রয়েছে। সিউড়ি থেকে শিয়ালদহ এবং শিয়ালদহ থেকে সিউড়ি এই ট্রেনের ভাড়া যাত্রী পিছু ৯৫ টাকা। অন্যদিকে সিউড়ি থেকে অন্ডাল এবং অন্ডাল থেকে সিউড়ি ভাড়া পড়বে যাত্রী পিছু ৩৫ টাকা।
Madhab Das