Hair Care: পুজোর আগেই বড় করে ফেলুন নিজের চুল! সহজ ঘরোয়া উপায় জেনে নিন

Last Updated:
Hair Care: ছোট চুল বলে মন খারাপ? আর চিন্তা নেই, মাত্র এক মাসেই ফল পাবেন হাতে-নাতে! চুল ওঠা, খুশকি, পাতলা চুলের সমস্যা দূর করে ঝট করে বড় হবে চুল! জানুন এই ম্যাজিক
1/5
পুজোর বাকি আর মাত্র দু'মাস। এখন থেকেই ঘরে এই উপায়ে যদি চুলের পরিচর্চা করেন, তাহলে পুজোর আগেই লম্বা হয়ে যাবে আপনার ছোট চুল। এর জন্য দরকার অ্যালোভেরা, ডিম, মেথি, ও মেহেন্দির। এবার জানতে হবে কী করতে হবে! photo source collected
পুজোর বাকি আর মাত্র দু'মাস। এখন থেকেই ঘরে এই উপায়ে যদি চুলের পরিচর্চা করেন, তাহলে পুজোর আগেই লম্বা হয়ে যাবে আপনার ছোট চুল। এর জন্য দরকার অ্যালোভেরা, ডিম, মেথি, ও মেহেন্দির। এবার জানতে হবে কী করতে হবে! photo source collected
advertisement
2/5
অ্যালোভেরা চুলের জন্য খুব ভালো। বাড়িতে গাছ থাকলে সেখান থেকেই নিতে পারেন আ্যলোভেরা। অথবা বাজার থেকেও অ্যালোভেরা জেল কিনে আনতে পারেন। এই জেল ভালো করে মাথার স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ১০-১৫ মিনিট রেখে ঠাণ্ডা জলে ধুয়ে নিন। এতে চুলের গোড়া মজবুত হবে। খুব তাড়াতাড়ি চুল বেড়েও যাবে। photo source collected
অ্যালোভেরা চুলের জন্য খুব ভালো। বাড়িতে গাছ থাকলে সেখান থেকেই নিতে পারেন আ্যলোভেরা। অথবা বাজার থেকেও অ্যালোভেরা জেল কিনে আনতে পারেন। এই জেল ভালো করে মাথার স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ১০-১৫ মিনিট রেখে ঠাণ্ডা জলে ধুয়ে নিন। এতে চুলের গোড়া মজবুত হবে। খুব তাড়াতাড়ি চুল বেড়েও যাবে। photo source collected
advertisement
3/5
অলিভ ওয়েলের সঙ্গে ডিম মিশিয়ে ভালো করে মাথায় লাগান। এর পর আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। এতে চুল বাড়বে তাড়াতাড়ি, সিল্কি হবে। photo source collected
অলিভ ওয়েলের সঙ্গে ডিম মিশিয়ে ভালো করে মাথায় লাগান। এর পর আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। এতে চুল বাড়বে তাড়াতাড়ি, সিল্কি হবে। photo source collected
advertisement
4/5
আগের দিন রাতে জলে মেথি ভিজিয়ে রাখুন। পরের দিন সেই মেথি নিয়ে তাতে পরিষ্কার জল মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে চুলের গোড়ায় ম্যাসাজ করুন, আধ ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। চুল পড়া কমবে। বড় হবে তাড়াতাড়ি। মাথায় গজাবে নতুন চুল। photo source collected
আগের দিন রাতে জলে মেথি ভিজিয়ে রাখুন। পরের দিন সেই মেথি নিয়ে তাতে পরিষ্কার জল মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে চুলের গোড়ায় ম্যাসাজ করুন, আধ ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। চুল পড়া কমবে। বড় হবে তাড়াতাড়ি। মাথায় গজাবে নতুন চুল। photo source collected
advertisement
5/5
এছাড়া মাথায় সপ্তাহে এক দিন মেহেন্দি করতে পারেন। এতে মজবুত হবে চুল। সরষের তেল মাথায় মাখুন। এতেও দূর হবে খুশকি, বাড়বে চুল। মাসে একবার সামান্য ট্রিমিং করুন। ট্রিমিং করলেও চুল তাড়াতাড়ি বড় হয়। photo source collected
এছাড়া মাথায় সপ্তাহে এক দিন মেহেন্দি করতে পারেন। এতে মজবুত হবে চুল। সরষের তেল মাথায় মাখুন। এতেও দূর হবে খুশকি, বাড়বে চুল। মাসে একবার সামান্য ট্রিমিং করুন। ট্রিমিং করলেও চুল তাড়াতাড়ি বড় হয়। photo source collected
advertisement
advertisement
advertisement