মুরারইয়ের একটি বেসরকারি ব্যাঙ্কের চুরির ঘটনায় তদন্তে নেমে মুরারই থানার পুলিশ বৃহস্পতিবার রাতে নোট এবং কয়েন সহ উদ্ধার করে প্রায় দু'লক্ষ টাকা। সেই রেশ কাটতে না কাটতেই শনিবার নানুর থানার পুলিশ উদ্ধার করল পাঁচ বস্তা কয়েন। এক টাকা এবং দু'টাকার কয়েন ভর্তি এই বস্তাগুলি বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এই পাঁচটি বস্তায় আনুমানিক আড়াই লক্ষ টাকার কয়েন রয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে।
advertisement
আরও পড়ুন: নেশামুক্তি রিহ্যাবে মহিলাদের আটকে রেখে চলত মধুচক্র! ফাঁস করলেন রিহ্যাব মালিকের স্ত্রী!
নানুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই বিপুল পরিমাণ কয়েন উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই বিপুল পরিমাণ কয়েন মুর্শিদাবাদ থেকে কলকাতার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় নানুর থানার পুলিশ নানুর থানা এলাকার পালিতপুর মোড়ে এই বাসটিকে দাঁড় করিয়ে এই বিপুল পরিমাণ কয়েন উদ্ধার করে। কোনও এক ব্যক্তি এই কয়েনগুলি বাসে তোলেন এবং অন্য কারোর কলকাতায় সেগুলি নামিয়ে নেওয়ার কথা ছিল। বিপুল পরিমাণ এই কয়েন উদ্ধার করা সম্ভব হলেও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অন্যদিকে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে কে বা কারা এই কয়েনগুলি নিয়ে যাচ্ছিলেন অথবা কি কারণে মজুত করা হয়েছিল।
Madhab Das