TRENDING:

Birbhum News : কম খরচে স্ট্যাচু অফ ইউনিটি সহ আট জায়গা ভ্রমণের সুযোগ, IRCTC-র নয়া প্যাকেজ

Last Updated:

IRCTC-র ট্যুরিজম অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বিশ্বজিৎ দে জানান, কলকাতা থেকে পর্যটকদের এই ট্রেনে তোলার পাশাপাশি দুমকা, ভাগলপুর এবং জামালপুর রেল স্টেশন থেকে পর্যটকদের তোলা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: IRCTC-র পূর্বাঞ্চল শাখার তরফ থেকে মঙ্গলবার বীরভূমের বোলপুরে একটি সাংবাদিক বৈঠক করা হয়। এই সাংবাদিক বৈঠক করা হয় মূলত তাদের একটি ট্যুরিস্ট প্যাকেজ নিয়ে। এই ট্যুরিস্ট প্যাকেজের মধ্য দিয়ে কম খরচে স্ট্যাচু অফ ইউনিটি সহ দেশের আটটি দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে পর্যটকদের জন্য। ভারতীয় রেলের সঙ্গে গাটছড়া বেঁধে এই প্যাকেজ আনা হয়েছে।
IRCTC ট্যুর প্যাকেজ
IRCTC ট্যুর প্যাকেজ
advertisement

এদিন এই সাংবাদিক বৈঠকে জানানো হয়, IRCTC-র পূর্বাঞ্চল শাখার তরফ থেকে স্বদেশ দর্শন জ্যোতিলিঙ্গ স্পেশাল টুরিস্ট ট্রেন চালানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই ট্রেনের শুভ সূচনা হবে আগামী ৬ নভেম্বর। ট্রেনের শুভ সূচনা হবে কলকাতা থেকে। এই সফরে ঘুরে দেখানো হবে উজ্জয়ন, ওমকারেশ্বর, সিরিডি, সানিসিংহনাপুর, দ্বারকা, নাগেশ্বর, সোমনাথ এবং স্ট্যাচু অফ ইউনিটি। এই প্যাকেজে রয়েছে মোট ১১ রাত এবং ১২ দিনের সফর।

advertisement

আরও পড়ুন -  School Dress: ‘‘বিজেপি শাসিত অসম, গুজরাতে স্কুলের পোষাকের রঙ আগেই বদল হয়েছে’’- বিধানসভায় ব্রাত্য বসু

IRCTC-র তরফ থেকে জানা যাচ্ছে, দু রকমের প্যাকেজ রাখা হয়েছে এই সফরের জন্য। একটি প্যাকেজ হল স্লিপার ক্লাস এবং অন্যটি হল 3A অর্থাৎ থার্ড এসি। স্লিপার ক্লাসে ভ্রমণকারী পর্যটকদের মাথাপিছু খরচ পড়বে ২২ হাজার ১০ টাকা এবং 3A ক্লাসে ভ্রমণকারী পর্যটকদের মাথাপিছু খরচ পড়বে ৩৩ হাজার ২০ টাকা। এই প্যাকেজের মধ্যে রয়েছে ট্রেন ভাড়া, হোটেল ভাড়া, নিরামিষ খাবার, বাস ভাড়া, ট্যুর ম্যানেজারের খরচ, ভ্রমণ বীমা ইত্যাদি।

advertisement

View More

আরও পড়ুন - Weather Update: তোলপাড় হবে ১২ রাজ্য, বৃষ্টির চরম পূর্বাভাস, পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেট এক ক্লিকে

IRCTC-র ট্যুরিজম অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বিশ্বজিৎ দে জানান, কলকাতা থেকে পর্যটকদের এই ট্রেনে তোলার পাশাপাশি দুমকা, ভাগলপুর এবং জামালপুর রেল স্টেশন থেকে পর্যটকদের তোলা হবে। যে সকল পর্যটকরা এই ভ্রমণে অংশগ্রহণ করতে চান তারা IRCTC-র www.irctctourism.com ওয়েবসাইট থেকে নিজেদের সিট বুকিং করতে পারবেন অথবা সরাসরি কলকাতার ৩ কয়লাঘাটা স্ট্রিট, গ্রাউন্ড ফ্লোর, কলকাতা - ৭০০০০১ অফিসে এসে বুকিং করতে পারবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : কম খরচে স্ট্যাচু অফ ইউনিটি সহ আট জায়গা ভ্রমণের সুযোগ, IRCTC-র নয়া প্যাকেজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল