অভিযোগ, প্রতিদিনের মতো আজ সকালেও খিঁচুড়ি রান্না হয়েছিল ওই কেন্দ্রে এবং নিয়ম মাফিক সেটির শিশুদের মধ্যে বিতরণ ও করা হচ্ছিল। আর সেই সময়েই সেখানে উপস্থিত অভিভাবকদের নজরে আসে খাবারের মধ্যে আস্ত বিছে পড়ে। আর সেই নিয়েই উত্তেজনা ছড়ায় ওই কেন্দ্রে। অঙ্গনওয়ারী কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকদের একাংশ।
advertisement
আরও পড়ুন: কেটে গেছে অবসরের ৮ বছর! এখনও তিনি নিয়ম করে স্কুলে আসেন! বিনা বেতনে পড়ান!
পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কীর্নাহার থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।যদিও ওই খাবার খেয়ে কোন শিশু অসুস্থ হয়ে পড়েনি এখনো পর্যন্ত তবে গ্রামবাসীরা চিন্তিত কারণ বেশ কিছু শিশুকে ওই খাবারই খাওয়ানো হয়েছিল যে কোন মুহূর্তে তারা অসুস্থ হয়ে পড়তে পারে বলে ধারণা গ্রামবাসীদের কার্যত আতঙ্কে ভুগছে গ্রামবাসীরা।
advertisement
Indrojit Ruj
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2023 9:47 PM IST