মাঠের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলা বৃষ্টির চোটে গ্রামের টিনের চালা ফুটো হয়ে গিয়েছে। চাষের জমিতে ধান পুরো নষ্ট হয়ে গিয়েছে। গ্রামবাসীদের কথায়, " শিলাবৃষ্টিতে গ্রামের সব কিছু শেষ হয়ে গিয়েছে। ঘর বাড়ি সব নষ্ট হয়ে গিয়েছে। চাষের জমিতে ধানেরও কোন অস্তিত্ব নেই। এই পরিস্থিতিতে আমরা খেতে পাবো না। সরকার যদি সহযোগিতা করে তাহলে গ্রামবাসীরা খেতে পাবে।" তবে কেবল শাঁখবাঁধ নয়। বোলপুর মহকুমা এলাকার মুলুক, লায়েকবাজার, রূপপুর, রায়পুর, সুপুরেও ব্যাপক ক্ষতি হয়েছে।
advertisement
আরও পড়ুন: ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জাদুকর! যৌবন থাকবে টান-টান! শুধু জানতে হবে ব্যবহারের সঠিক পদ্ধতি
উল্লেখ্য, বৈশাখ ঢুকতে গরমের তিব্র দাবদাহে নাজেহাল অবস্থা হয়েছিল জেলাবাসীর। জেলা তাপমাত্রার পারদ ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিপাত জেলার আবহাওয়ার পরিবর্তন এনেছে। জেলাবাসীকে গরম থেকে স্বস্তি দিয়েছে। কিন্তু ব্যাপক শিলাবৃষ্টি জেরে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বোলপুর মহকুমা এলাকার একাধিক গ্রামের বাসিন্দারা।
Subhadip Pal