জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার বিভিন্ন প্রান্তে ক্যাম্প তো হবেই। পাশাপাশি জেলার যে সমস্ত এলাকার বৃদ্ধ বৃদ্ধারা ক্যাম্পে আসতে পারছেন না দূরত্বের জন্য। তাঁদের জন্য মোবাইল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবছর মোট ২৭৮৫ টি দুয়ারে সরকার শিবির হবে জেলায়। যেখানে গত পাঁচ দফায় প্রায় ১১ হাজার শিবির হয়েছিল। সেখানে এবছর সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে।
advertisement
আরও পড়ুন: এমন চোর জীবনেও দেখেননি! শান্তিপুরে মালিককে পথের ভিখারি বানিয়ে দিল সেই চোর
জেলা প্রশাসনের কর্তারা জানান, রাজ্য সরকারের অন্যতম সার্থক কর্মসূচি হল এই দুয়ারে সরকার শিবির। যে শিবিরের মাধ্যমে এই গুচ্ছ সুবিধা পেয়েছেন রাজ্যবাসী। সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষষ্ঠ পর্যায়ে দুয়ারে সরকার শিবিরের কথা ঘোষণা করেন। সেই মত এদিন থেকে জেলায় শিবির শুরু হল।
Subhadip Pal