এক সময় তাঁর 'কাঁচা বাদাম' গান সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায়। ভুবনবাবু জানান, যে নতুন গানটি আসতে চলেছে। সেটা তাঁর লেখা নয়। তবে তাঁর সুর এবং তাঁর গলাই খুব শীঘ্রই গানটি আসতে চলেছে।
আরও পড়ুন: খালি হাতে হেলায় ধরেন সাপ, এই যুবকের হাতের মুঠোয় শান্ত হয়েছে ১৫০ বিষধর
advertisement
আরও পড়ুন:
সেই গানের কিছুটা অংশ গেয়েও শুনিয়েছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত শিল্পী— ‘‘বীরভূমের মানুষ আমি ভুবন বাদ্যকর/ কাঁচা বাদাম গানে গানে মন কেড়েছে সবার।’’ আগামীদিনেও এমন গানই তিনি গাইবেন বলে জানিয়েছেন ভুবন। ভূবনবাবু আরও জানান, কাঁচা বাদাম গানে খ্যাতি লাভের পর তিনি প্রচুর সম্মান পেয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে তিনি গান গাওয়ার সুযোগ পেয়েছেন। এখন এই সমস্ত শো করেই চলছে তাঁর সংসার। তবে মানুষের ভালবাসা নিয়ে আরও এরকম গান গায়তে চান তিনি।
advertisement
Subhadip Pal
Location :
Kolkata,West Bengal
First Published :
March 29, 2023 5:01 PM IST