বৃহস্পতিবার শাসকদলের আরও চারজন নমিনেশন ফাইল করবেন বলে জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত বিরোধী কোনো রাজনৈতিক দলের সমর্থিত কেউ নমিনেশন করেননি। বিরোধীরা নমিনেশন ফাইল করলে আগামী ৪ ডিসেম্বর ভোট গ্রহণ প্রক্রিয়া হবে। বিরোধী পক্ষের প্রতিনিধিদের তরফ থেকে নমিনেশন ফাইল করা হলে যে নির্বাচন হবে সেই নির্বাচন থেকে এই বোর্ড অফ ডিরেক্টর বেছে নেওয়ার জন্য মোট ৩৫০ জনের বেশি ভোটার তাদের ভোট প্রদান করবেন।
advertisement
আরও পড়ুনঃ রেল ওভারব্রিজ তৈরি হলেও আজব দাবি, বহাল রাখতে হবে ফটক!
এই নমিনেশন প্রক্রিয়াকে ঘিরে বুধবার থেকেই বীরভূম জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সামনে পুলিশি নিরাপত্তা দেখা যায়। পাশাপাশি নমিনেশন ফাইল করা ব্যক্তিদের সমর্থকদের ভিড়ও দেখা যায়। যদিও বুধবার বিরোধী পক্ষের কোনরকম নমিনেশন ফাইল যেমন হয়নি, ঠিক সেই রকমই তাদের সমর্থকদেরও দেখা যায়নি। এক্ষেত্রে বৃহস্পতিবার দুপুর দুটোর মধ্যে যদি বিরোধী পক্ষের কোন প্রতিনিধি নমিনেশন ফাইল না করেন তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই সমবায় ব্যাংকের সমস্ত পদে জয়লাভ করবেন শাসক দল সমর্থিত প্রতিদ্বন্দ্বীরা।
আরও পড়ুনঃ পৌষ মেলা নিয়ে টালবাহানা! পথে শান্তিনিকেতন পৌষ মেলা বাঁচাও কমিটি
বুধবার অর্থাৎ নমিনেশন ফাইল করার প্রথম দিনেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বীরভূম জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান নুরুল ইসলাম। তিনি মনোনয়নপত্র জমা দিয়ে জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে স্বাধীনভাবে যে কেউ নমিনেশন করতে পারেন। তবে এখনো পর্যন্ত বিরোধীদের কেউ নমিনেশন ফাইল করেছেন কিনা তা তার জানা নেই।
Madhab Das





