Birbhum News: রেল ওভারব্রিজ তৈরি হলেও আজব দাবি, বহাল রাখতে হবে ফটক!

Last Updated:

রেল গেটের পরিবর্তে রেল ওভারব্রিজ, এমনই দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলন করতে দেখা যায় বাসিন্দাদের। তবে বীরভূমে এমন এক দাবিতে বিক্ষোভে নামলেন বাসিন্দারা যা রীতিমত উল্টো। রেলওভারব্রিজ তৈরি হলেও বাসিন্দাদের দাবি যে রেল গেট রয়েছে তাও রাখতে হবে।

+
title=

#বীরভূম : রেল গেটের পরিবর্তে রেল ওভারব্রিজ, এমনই দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলন করতে দেখা যায় বাসিন্দাদের। তবে বীরভূমে এমন এক দাবিতে বিক্ষোভে নামলেন বাসিন্দারা যা রীতিমত উল্টো। রেলওভারব্রিজ তৈরি হলেও বাসিন্দাদের দাবি যে রেল গেট রয়েছে তাও রাখতে হবে। যাতে এলাকার পড়ুয়া থেকে বাসিন্দারা সেই রেলগেট দিয়ে পারাপার করতে পারেন। এমন দাবিতে বিক্ষোভের ঘটনাটি ঘটেছে বুধবার নলহাটি থানার অন্তর্গত বর্ধমান সাহেবগঞ্জ লুপ লাইনের করিমপুর ও জগধারী গ্রামের মাঝে থাকা রেলগেটে।
স্থানীয় তিন চারটি গ্রামের বাসিন্দারা এদিন এসে বিক্ষোভ দেখান এবং তাদের তরফ থেকে জানানো হয়েছে রেল কর্তৃপক্ষ যদি তাদের দাবি-দাওয়া মেনে না নেন তাহলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন একাধিক গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে। মূলত রেলের তরফ থেকে এই জায়গায় একটি রেল ওভারব্রিজ তৈরি করা হয়েছে কোটি কোটি টাকা ব্যয় করে। সেই রেল ওভারব্রিজ তৈরি করার পরিপ্রেক্ষিতে যাতে প্রত্যেকে রেল ওভারব্রিজ ব্যবহার করে যাতায়াত করেন তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ পৌষ মেলা নিয়ে টালবাহানা! পথে শান্তিনিকেতন পৌষ মেলা বাঁচাও কমিটি
কিন্তু স্থানীয় বাসিন্দারা চাইছেন, যানবাহন রেল ওভারব্রিজ দিয়ে যেমন যাচ্ছে যাক, তবে তারা আগের মতই এই রেলগেট ব্যবহার করে যাতায়াত করতে চাইছেন। এরই পরিপ্রেক্ষিতে রেলের তরফ থেকে এই রেলগেট ৯ নভেম্বর থেকে বন্ধ করে দেওয়ার বিজ্ঞপ্তি জারি হতেই তাদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং বিক্ষোভে সামিল হন। তাদের অভিযোগ, রেল ওভারব্রিজে যানবাহন চলাচল করার ব্যবস্থা থাকলেও ফুটপাথ নেই।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের নির্বাচন প্রক্রিয়া শুরু, কারা করলেন নমিনেশন? জানুন
বিক্ষোভের পরিপ্রেক্ষিতে রেল পুলিশ এবং নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের শান্ত করার চেষ্টা করেন। তবে তাদের এই রেল গেট চালু রাখার দাবি নিয়ে অনড় থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আপাতত রেল কর্তৃপক্ষ এই রেলগেট তুলে দেওয়ার বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। অন্যদিকে রেলের তরফ থেকে কোন প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
advertisement
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: রেল ওভারব্রিজ তৈরি হলেও আজব দাবি, বহাল রাখতে হবে ফটক!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement