ঘটনা হল, একটি সংঘর্ষের ঘটনার জেরে গত বছর ২১ মার্চ বগটুই গ্রামে পুড়িয়ে খুন করা হয় ১০ জনকে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, প্রথমে উপপ্রধান ভাদু সেখকে গুলি করে হত্যা করা হয়। তারই পাল্টা বগটুই গ্রামে পুড়িয়ে খুন করা হয়েছিল ১০ জনকে। সেই বগটুই গ্রামে সবুজ ঝড় অব্যাহত থাকল। তবে কেবল বগটুই গ্রাম নয়। ওই পঞ্চায়েত অর্থাৎ বরশাল পঞ্চায়েতও তৃণমূলের দখলে।
advertisement
আরও পড়ুন, কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
আরও পড়ুন, কড়া হাতে গণনা! অশান্তি মোকাবিলায় জেলাশাসক, এসপিদের বিরাট নির্দেশ কমিশনের
বরশাল পঞ্চায়েতের ২২ টি আসনের মধ্যে ১১ টিতে তৃণমূল জয়লাভ করেছে। আর ৮ টি বিজেপি ও ৩ টি জোট জয় লাভ করেছে। তবে এখনও আসন সংখ্যা নিশ্চিত নয়। প্রসঙ্গত, বগটুইয়ে মৃতদের পরিবারের অন্যতম সদস্য মিহিলাল শেখ বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই মিহিলালের উদ্যোগে মৃতদের পরিবারের ৩ সদস্যকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু দেখা গেল একদা শিরোনামে থাকা বগটুইয়ে শেষে জিতল তৃণমূল।
Subhadip Pal