Panchayat Election 2023: কড়া হাতে গণনা! অশান্তি মোকাবিলায় জেলাশাসক, এসপিদের বিরাট নির্দেশ কমিশনের
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
গণনার দিন কোনওরকম অশান্তি ও হিংসা বরদাস্ত করা হবে না। কমিশনের নির্দেশ সব জেলাশাসক ও এসপিদের।
কলকাতা: কড়া হাতে গণনার নির্দেশ। ভোটের গণনায় কোনওরকম অশান্তি, হিংসা বরদাস্ত করা হবে না। জেলাশাসক ও এসপিদের স্পষ্ট জানিয়ে দিল কমিশন।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিপুল রাজনৈতিক হিংসা ও অশান্তির স্বাক্ষী থেকেছে রাজ্য। গণনাপর্বে তার পুনরাবৃত্তি আটকাতে রাজ্য নির্বাচন কমিশন ব্যাপক সতর্কতা মূলক ব্যবস্থা নিয়েছে। প্রতিটি গণনাকেন্দ্রেই মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি গণনা কেন্দ্রে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
advertisement
advertisement
এছা়ডা রাজ্য সশস্ত্র পুলিশ ও ভিন রাজ্যের পুলিশও গণনা কেন্দ্রের পাশাপাশি আশপাশের এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করবে। প্রতিটি গণনা কেন্দ্রে থাকছে সিসিটিভির নজরদারি। গণনা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি থাকবে। প্রথমে ভোটকর্মীদের ভোট গণনা করা হবে তারপর গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং পরিশেষে জেলা পরিষদের আসনে ভোট গণনা হবে। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানান, গণনা পর্ব পুরো শেষ হতে ১২ জুলাই পেরিয়ে যেতে পারে। শনিবার পঞ্চায়েত ভোটের দিনই বিভিন্ন জেলা রণক্ষেত্রের চেহারা নিয়ে ছিল।
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2023 11:21 AM IST