TRENDING:

Birbhum News: জীবন ঝুঁকি নিয়ে পারাপার ভারী গাড়ির, মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে এই সেতুতে!

Last Updated:

জেলা প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের উচিত অবিলম্বে এই সেতুর ব্যবস্থা নেওয়া। এই জাতীয় সড়ক দিয়ে প্রচুর ভারী গাড়ি চলাচল করে। মূলত বেপরোয়া গাড়ি চালানোর ফলে ধাক্কা লেগেই ভেঙে পড়েছে বক্রেশ্বর ব্রিজের দুই প্রান্তে দুটি পিলার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বীরভূমের দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার বক্রেশ্বর ব্রিজে। রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর এই জাতীয় সড়কের কর্তৃপক্ষ দুর্বল ব্রিজ বলে দীর্ঘদিন আগেই বোর্ড লাগিয়ে রেখেছেন। এবার ব্রিজের অবস্থা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।
advertisement

একই দিকে ব্রিজের দু'প্রান্তের দু'টি পিলার ভেঙে গিয়েছে। ব্রিজে ফাটলও ধরেছে। জেলা প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের উচিত অবিলম্বে এই সেতুর ব্যবস্থা নেওয়া। এই জাতীয় সড়ক দিয়ে প্রচুর ভারী গাড়ি চলাচল করে। মূলত বেপরোয়া গাড়ি চালানোর ফলে ধাক্কা লেগেই ভেঙে পড়েছে বক্রেশ্বর ব্রিজের দুই প্রান্তে দুটি পিলার।

আরও পড়ুন: দেড় লক্ষ টাকার প্রতারণার শিকার শিক্ষক! কোথায় ঘটল? কীভাবে ফাঁদে পড়লেন বিনয়

advertisement

আরও পড়ুন: রান্নার কাজ সেরে বাড়ি ফেরার পথে ভয়ানক ঘটনা! করুণ পরিণতি রংমিস্ত্রির স্ত্রীর

এই রাস্তা দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের অন্যতম একটা যোগাযোগের পথ। রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক মোড়গ্রাম থেকে শুরু হয়ে রামপুরহাট, সিউড়ি, দুবরাজপুর, পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর, রানিগঞ্জ, বাঁকুড়া হয়ে খড়গপুর পর্যন্ত যাচ্ছে। অন্যদিকে এই জাতীয় সড়ক দুবরাজপুরের সাতকেন্দুরী থেকে ভাগ হয়ে পানাগড়-দুবরাজপুর হয়ে ইলামবাজার, পানাগড় পর্যন্ত যাচ্ছে। ফলে বক্রেশ্বর ব্রিজে গাড়ির চাপ সব সময়ই বেশি থাকে।

advertisement

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ব্রিজ দিয়ে পারাপার করতে ভয় পান তাঁরা। এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। তাঁদের দাবি, এই ব্রিজ দ্রুত মেরামত করা হোক। অন্যদিকে দুবরাজপুরের বিডিও রাজা আদক বলেন, ''এই নিয়ে আমরা জেলার সঙ্গে কথা বলেছি। ব্রিজটি যে খুব ভাল অবস্থায় নেই, সেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। যাতে আগামী দিনে বড় দুর্ঘটনার আগেই আমরা সতর্ক হতে পারি।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: জীবন ঝুঁকি নিয়ে পারাপার ভারী গাড়ির, মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে এই সেতুতে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল