TRENDING:

Crime Against Women: ১২ বছরের কিশোরী মাঠে কাটছিল ঘাস, রাস্তা দিয়ে যাওয়া যুবকের লালসা জেগে উঠল

Last Updated:

বীরভূমের মুরারয়ে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের চেষ্টা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম:  মাঠে ঘাস কাটতে গিয়ে এক ১২ বছরের আদিবাসী নাবালিকাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা, ঘটনায় গ্রেফতার এক যুবক।ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার জবরদাহ গ্রামে। রবিবার বিকেলে ১২ বছর বয়সী ওই নাবালিকা মাঠে গিয়েছিল ঘাস কাটতে। সেই মাঠের পাস দিয়েই যাচ্ছিল ওই যুবক। মাঠে একা পেয়েই ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক, নাবালিকা চিৎকার করতে শুরু করলে ছুটে আসেন গ্রামবাসীরা, এই ঘটনা দেখেই হতবাক হয়ে পড়েন গ্রামবাসীরা, ওই যুবককে আটকে রেখে গ্রামবাসীরা খবর দেয় মুরারই থানার পুলিশকে, মুরারই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে গ্রেফতার করে।
advertisement

গ্রাম সূত্রে জানা যায় ,রবিবার বিকেলে ১২ বছর বয়সী ওই আদিবাসী নাবালিকা মাঠে গিয়েছিল ঘাস কাটতে। সেই সময় বাদাম শেখ নামে এক ২২ বছরের যুবক তার বাড়ি মুরারই থানার বনরামপুর গ্রামে। অভিযোগ, নাবালিকাকে একা পেয়ে জোর করে মাঠের অন্যত্র জায়গায় টেনে নিয়ে যাবার চেষ্টা করে অভিযুক্ত। সেখানে তার সঙ্গে অশালীন আচরণ করেন। ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ।

advertisement

আরও পড়ুন - Gossip: বিয়ের দিনেই এত্ত বড় কেলেঙ্কারি ভারতীয় এই তারকার, জীবনের সবচেয়ে বড় ভুল মানছেন

এরইমধ্যেই ওই নাবালিকার চিৎকার শুনেই ছুটে আসেন গ্রামবাসীরা। পালাতে চেষ্টা করলেও অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা।খবর দেওয়া হয় মুরারই থানার পুলিশকে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। সোমবার ধৃত বাদাম শেখকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

advertisement

মাঠে ঘাস কাটতে গিয়ে এক ১২ বছরের আদিবাসী নাবালিকাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা,ঘটনায় গ্রেফতার এক যুবক। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার জবরদাহ গ্রামে। রবিবার বিকেলে ১২ বছর বয়সী ওই নাবালিকা মাঠে গিয়েছিল ঘাস কাটতে। সেই মাঠের পাস দিয়েই যাচ্চিল ওই যুবক ।মাঠে একা পেয়েই ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক,নাবালিকা চিৎকার করতে শুরু করলে ছুটে আসেন গ্রামবাসীরা, এই ঘটনা দেখেই হতবাক হয়ে পড়েন গ্রামবাসীরা,ওই যুবককে আটকে রেখে গ্রামবাসীরা খবর দেয় মুরারই থানার পুলিশকে, মুরারই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে গ্রেফতার করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Akshoy Dhibarse

বাংলা খবর/ খবর/বীরভূম/
Crime Against Women: ১২ বছরের কিশোরী মাঠে কাটছিল ঘাস, রাস্তা দিয়ে যাওয়া যুবকের লালসা জেগে উঠল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল