TRENDING:

Birbhum News : বোলপুরের অনুব্রত হীন কালীপুজোর জন্য 'বিশেষ' ব্যবস্থা দলের কর্মীদের

Last Updated:

সিবিআই আদালতে তোলা হবে আগামী ২৯ অক্টোবর, এদিকে কালীপুজো রয়েছে ২৪ অক্টোবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: গরু পাচার কাণ্ডে রাখি পূর্ণিমার দিন সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। তার গ্রেফতার হওয়ার পর দুর্গা পুজো কেটেছে জেলেই, কালীপুজো জেলে কাটবে এমনটাই মনে করা হচ্ছে। কারণ তাকে পুনরায় সিবিআই আদালতে তোলা হবে আগামী ২৯ অক্টোবর, এদিকে কালীপুজো রয়েছে ২৪ অক্টোবর।
অনুব্রতর কালীপূজো
অনুব্রতর কালীপূজো
advertisement

অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানে বোলপুরের দলীয় কার্যালয়ে যে কালীপুজোর আয়োজন করা হয় সেখানে কালী প্রতিমার গায়ে প্রতিবছর কোটি কোটি টাকার সোনার অলংকার পরানো হয়ে থাকে। শেষ বছরের হিসাব অনুযায়ী এই কালী প্রতিমার সোনার অলংকারের পরিমাণ ৫৭০ ভরি, যার বর্তমান বাজার মূল্য তিন কোটি টাকার বেশি। অনুব্রত মণ্ডল নিজে এই গয়না প্রতিমার গায়ে পরিয়ে দিতেন। এই বছর তিনি জেলে রয়েছেন, এমন অবস্থায় পুজো কেমন হবে তা নিয়েই প্রশ্ন প্রত্যেকের মধ্যে।

advertisement

আরও পড়ুন Malda News: স্ত্রীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করলেন খোদ স্বামী! চূড়ান্ত অপমান স্ত্রীর

পুজোর পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, 'গত বছর যেমন ধুমধাম করে পুজো হয়েছিল এই বছরও একই ভাবেই পুজো হবে।' তবে জানা যাচ্ছে এই বছর পুজোর খরচ তোলার জন্য জেলা কমিটির সদস্যদের থেকে ১০০০ টাকা করে চাঁদার ব্যবস্থা করা হয়েছে। যদিও মলয় মুখোপাধ্যায় এটিকে চাঁদা না বলে অনুদান বলতে চাইছেন।

advertisement

View More

আরও পড়ুন Murshidabad News: মাথা গোঁজার সম্বলটাও কেড়ে নিল গঙ্গা, দেখতে দেখতে তিন তলা বাড়ি মিলিয়ে গেল জলে! কবে মিলবে স্বস্তি?

তিনি জানিয়েছেন, বোলপুরের দলীয় কার্যালয়ের কালীপুজো নিয়ে কর্মীদের মধ্যে একটি বৈঠক হয় এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় জেলা কমিটির সদস্যরা ১০০০ টাকা করে অনুদান দেবেন। প্রায় ১৫০ জন জেলা কমিটির সদস্যদের দেওয়া সেই অনুদানের পরিমাণ দাঁড়াবে দেড় লক্ষ টাকা। সেই টাকাতেই অন্যান্য বছরের মতো এই বছরও ধুমধাম করেই কালী পুজো করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : বোলপুরের অনুব্রত হীন কালীপুজোর জন্য 'বিশেষ' ব্যবস্থা দলের কর্মীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল