স্থানীয় সূত্রের জানা যায়, রামপুরহাট কোর্টের পাশ দিয়ে হাটতলা বাজারের যাওয়া রাস্তায় প্রতি দিনই একটি পাখির বাজার বসে। সেখানে বিভিন্ন ধরনের টিয়া, পায়রা, বদ্রি পাখির পাশাপাশি খরগোশ, গিনিপিগ ও বিভিন্ন ধরনের পোষ্য বিক্রি হয়। মাঝে মাঝে কিছু বিরল প্রজাতির পেঁচাও বিক্রি হয়। কিন্তু দু দিন ধরে একটি খাঁচায় দুটি বিলুপ্তপ্রায় প্রজাতির যেই রেড টাইল হক নামে পরিচিত পাখি বিক্রি হচ্ছে। যার দাম কয়েক হাজার টাকা।
advertisement
স্থানীয় বাসিন্দা প্রদীপ তিওয়ারি বলেন ,” এখানে টিয়া, খরগোশ বিক্রি হয়। এই পাখি গুলো কাল থেকে বিক্রি হচ্ছে। গত কাল একজন খরিদ্দার ৪ হাজার টাকা দাম দিতে চাইলেও বিক্রেতা তাঁকে বিক্রি করে নি।”
আরও পড়ুন: রক্তের সঙ্কট দূর করতে উদ্যোগী ডেপুটি স্পিকার
তুম্বনি বন দফতরের রেঞ্জার সৌরিশ কুমার সাধু বলেন, ” আমাদের কাছে খবর আসে অবৈধ ভাবে দুটি বাজ পাখি বিক্রি হচ্ছে। বন দফতর একটি টিম পাঠিয়ে পাখি দুটো উদ্ধার করা হয়। যদিও বিক্রেতাকে ধরা যায় নি। আপাতত পাখি দুটো কে পর্যবেক্ষনে রাখা হবে। বাচ্চা পাখি তাই কয়েক দিন রাখতে হতে পারে। তারপর বাজ পাখির পরিবেশ দেখে পাখি দুটো কে পুনর্বাসন দেওয়া হবে।”
Subhadip pal