এ বছর পরিস্থিতি যখন স্বাভাবিক, সেই সময় বিশ্বভারতী কর্তৃপক্ষ আগের মতোই পূর্বপল্লীর মাঠে মেলার আয়োজন করবে এমন আশা করা হলেও তা হয়নি। এমন পরিস্থিতিতে অবশেষে শুক্রবার বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে পাকাপাকিভাবে ঘোষণা করা হল 'বিকল্প পৌষ মেলা'র আয়োজন করার।
আরও পড়ুনঃ সপ্তাহান্তে ছুটি কাটাতে যাবেন? দিঘার পাশের এই জায়গা এখন পর্যটকদের আলোচনার শীর্ষে
advertisement
শুক্রবার বোলপুর মহকুমা শাসকের দফতরের সভাপক্ষে রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বীরভূম জেলা শাসক বিধান রায়, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) সুরজিৎ দে, এমডিপিও নিখিল আগরওয়াল, মহকুমা শাসক অয়ন নাথ, পৌরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ, বোলপুর পৌরসভার কাউন্সিলরা, বাংলা সংস্কৃতি মঞ্চের প্রতিনিধিরা, শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের আধিকারিকেরা, শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার প্রমুখের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুনঃ লাল শাড়িতে পহেলিকে লুকিয়ে দেখছেন শতরূপ! বিয়ের মিষ্টি মুহূর্ত ফাঁস, দেখুন অ্যালবাম
সিদ্ধান্ত অনুযায়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং শান্তিনিকেতনের ঐতিহ্যকে বজায় রেখে ৭ পৌষ উদ্বোধন হবে এবং তা চলবে ১২ পৌষ পর্যন্ত। ইংরেজির ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা। মেলায় বোলপুর শান্তিনিকেতনের সংস্কৃতি বজায় রাখার জন্য নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এ ছাড়াও এই বছর পৌষ মেলায় বাজি পোড়ানোর রীতি ফেরানো হচ্ছে। সেক্ষেত্রে যা যা অনুমতির প্রয়োজন হয় তা নিয়ে আবেদন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। গত বছর বিকল্প পৌষ মেলার আয়োজন করা হলেও মাঠের ক্ষেত্রে তা ছোট হয়ে পড়েছিল। তবে এ বছর ডাকবাংলো মাঠ, টাউন ক্লাব মাঠ এবং স্টেডিয়াম মাঠকে মেলার সঙ্গে জুড়ে মেলার আয়তন অনেক বাড়ানো হবে বলে জানিয়েছেন বীরভূম জেলাশাসক বিধান রায়।
Madhab Das