TRENDING:

Birbhum News: সরকারি হাসপাতালে ডবল সুপার! সুপারিনটেনডেন্টের উপস্থিতি সত্ত্বেও কাগজে সই করছেন অন্য এক চিকিৎসক

Last Updated:

গত ১৫ মার্চ একই দিনে হাসপাতালের বিভিন্ন প্রশাসনিক কাগজে সুপার হিসেবে সই করেন দু'জন। একজন বর্তমান সুপার নীলাঞ্জন মণ্ডল ও অপরজন চিকিৎসক সুব্রত গড়াই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: একই হাসপাতালে 'দুই সুপার'। এমনই অবাক কাণ্ড দেখা গেল শিউলি সুপার স্পেশালিটি হাসপাতালে। খোদ সুপার অন ডিউটি উপস্থিত থাকা সত্ত্বেও তাঁর জায়গায় গুরুত্বপূর্ণ সরকারি নথিতে সই করছেন অন্য চিকিৎসক! এমনকি দুটি পৃথক কাগজে দেখা যাচ্ছে একই দিনে সুপার হিসেবে দু'জন আলাদা আলাদা ব্যক্তি সই করেছেন! এই নিয়ে যথারীতি শুরু হয়েছে বিতর্ক।
advertisement

আরও পড়ুন: সমাধানের সালিশি সভাই হয়ে উঠল রণক্ষেত্র!

বীরভূমের প্রধান সরকারি হাসপাতাল সিউড়ি সুপার স্পেশালিটি। সেখানেই এবার সুপার বিতর্ক। অভিযোগ, সুপার হাজির থাকা সত্ত্বেও অন্য এক চিকিৎসক তাঁর হয়ে নির্দেশ জারি করছেন। যা নিয়েই বিভ্রান্তি তৈরি হচ্ছে হাসপাতালের কর্মী থেকে শুরু করে চিকিৎসকদের মধ্যে। আইএমএ-র নেতা চিকিৎসক দেবাশিস দেবাংশীর অভিযোগ, গত ১৫ মার্চ একই দিনে হাসপাতালের বিভিন্ন প্রশাসনিক কাগজে সুপার হিসেবে সই করেন দু'জন। একজন বর্তমান সুপার নীলাঞ্জন মণ্ডল ও অপরজন চিকিৎসক সুব্রত গড়াই।

advertisement

View More

এই সংক্রান্ত নথির প্রমাণ‌ও পাওয়া গিয়েছে। যদিও সমস্ত বিতর্ক উড়িয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার নীলাঞ্জন মণ্ডল বলেন, এটা সম্পূর্ণভাবে হাসপাতালের অভ্যন্তরীণ প্রশাসনিক বিষয়। যিনি অভিযোগ করছেন আমার থেকে ভালো তিনি এই বিষয়টা বলতে পারবেন। তবে এটুকু বলতে পারি যা হচ্ছে তা পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম মেনেই হচ্ছে। এই বিতর্ক প্রসঙ্গে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিকাশ রায়চৌধুরী বলেন, আমি জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এই বিষয়টা দেখতে বলব। তবে নিজের দায়িত্ব সকলকেই পালন করতে হবে। হাসপাতালের পরিষেবা নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। মাসের ১ তারিখে মাইনেটা নিয়ে ডিউটি না করে বাড়িতে বসে থাকবেন বা দফতরে না থেকে অন্য কোথাও আড্ডা মারবেন তা হবে না। প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

শুভদীপ পাল

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: সরকারি হাসপাতালে ডবল সুপার! সুপারিনটেনডেন্টের উপস্থিতি সত্ত্বেও কাগজে সই করছেন অন্য এক চিকিৎসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল