আরও পড়ুন: সমাধানের সালিশি সভাই হয়ে উঠল রণক্ষেত্র!
বীরভূমের প্রধান সরকারি হাসপাতাল সিউড়ি সুপার স্পেশালিটি। সেখানেই এবার সুপার বিতর্ক। অভিযোগ, সুপার হাজির থাকা সত্ত্বেও অন্য এক চিকিৎসক তাঁর হয়ে নির্দেশ জারি করছেন। যা নিয়েই বিভ্রান্তি তৈরি হচ্ছে হাসপাতালের কর্মী থেকে শুরু করে চিকিৎসকদের মধ্যে। আইএমএ-র নেতা চিকিৎসক দেবাশিস দেবাংশীর অভিযোগ, গত ১৫ মার্চ একই দিনে হাসপাতালের বিভিন্ন প্রশাসনিক কাগজে সুপার হিসেবে সই করেন দু'জন। একজন বর্তমান সুপার নীলাঞ্জন মণ্ডল ও অপরজন চিকিৎসক সুব্রত গড়াই।
advertisement
এই সংক্রান্ত নথির প্রমাণও পাওয়া গিয়েছে। যদিও সমস্ত বিতর্ক উড়িয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার নীলাঞ্জন মণ্ডল বলেন, এটা সম্পূর্ণভাবে হাসপাতালের অভ্যন্তরীণ প্রশাসনিক বিষয়। যিনি অভিযোগ করছেন আমার থেকে ভালো তিনি এই বিষয়টা বলতে পারবেন। তবে এটুকু বলতে পারি যা হচ্ছে তা পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম মেনেই হচ্ছে। এই বিতর্ক প্রসঙ্গে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিকাশ রায়চৌধুরী বলেন, আমি জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এই বিষয়টা দেখতে বলব। তবে নিজের দায়িত্ব সকলকেই পালন করতে হবে। হাসপাতালের পরিষেবা নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। মাসের ১ তারিখে মাইনেটা নিয়ে ডিউটি না করে বাড়িতে বসে থাকবেন বা দফতরে না থেকে অন্য কোথাও আড্ডা মারবেন তা হবে না। প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
শুভদীপ পাল