শনিবারের রাতে এমন মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর সোমবার থেকে গ্রামের রাস্তায় সেই ভাবে লোকজন দেখা যায়নি বললেই চলে। সোমবারের সেই ছবির পরিবর্তন ঘটেনি মঙ্গলবারও। গ্রামে বাসিন্দাদের তুলনায় যেন অনেক বেশি মোতায়েন রয়েছে পুলিশ। বিপুলসংখ্যক এই পুলিশ মোতায়েন করা হয়েছে মূলত ওই যুবকের খুনের ঘটনাকে কেন্দ্র করে যাতে এলাকায় পুনরায় কোন অশান্তি না বাঁধে।
advertisement
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ! মারাত্মক ঘটনা বীরভূমে
সোমবার সকাল থেকেই এই গ্রামের রাস্তাঘাট অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় ফাঁকা নজরে আসতে দেখা যায়। অন্ততপক্ষে এই রাস্তার উপর দিয়ে যে সকল টোটো চালক অথবা ব্যবসায়ীরা যাতায়াত করেন তারা এমনটাই দাবী করেছেন। তারা জানিয়েছেন, অন্যান্য সময় গ্রামের রাস্তায় গ্রামের ছেলে মেয়ে এবং অন্যান্যদের ঘুরে বেড়াতে দেখা যায়। কিন্তু এখন সব ফাঁকা দেখতে পাচ্ছি। অন্যদিকে এমন ঘটনার পর এদিন স্থানীয় বাসিন্দাদের কাউকে ক্যামেরার সামনে মুখ খুলতে দেখা যায়নি।
আরও পড়ুনঃ ৩১০টি নকল সোনার কয়েন উদ্ধার বীরভূমে
তবে শেখ ফাইজুল খুনের ঘটনায় পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে এবং ইতিমধ্যেই ১৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার হওয়া ১৫ জনের মধ্যে মূল অভিযুক্ত কাজল শা সহ পাঁচজনে বর্তমানে পুলিশী হেফাজতে রয়েছেন এবং বাকি ১০ জনকে পাঠানো হয়েছে সংশোধনাগারে। এমন মর্মান্তিক ঘটনার পর থেকেই মৃত যুবকের বাবা এবং গ্রামের বাসিন্দারা অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন।
Madhab Das