TRENDING:

Birbhum News: হাতের মুঠোয় ডেউচা পাঁচামি কয়লা শিল্প! প্রায় ৩০০ জমিদাতা পেলেন চাকরি

Last Updated:

দ্রুতগতিতে এগিয়ে চলেছে প্রস্তাবিত ডেউচা পাঁচামি কয়লা শিল্প। এই শিল্পকে বাস্তবায়িত করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেই অনুযায়ী তা বাস্তবায়িত করার প্রচেষ্টা চালাচ্ছে বীরভূম জেলা প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : দ্রুতগতিতে এগিয়ে চলেছে প্রস্তাবিত ডেউচা পাঁচামি কয়লা শিল্প। এই শিল্পকে বাস্তবায়িত করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেই অনুযায়ী তা বাস্তবায়িত করার প্রচেষ্টা চালাচ্ছে বীরভূম জেলা প্রশাসন। এরই মধ্যে শনিবার বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে প্রায় ৩০০ মানুষের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল। যেদিন সিউড়ির রবীন্দ্র সদনে আয়োজিত একটি অনুষ্ঠানে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম উপস্থিত থেকে ২৩৮ জনের হাতে গ্রুপ ডি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন।
advertisement

যারা এই কয়লা শিল্পের জন্য জমি দিয়েছেন তাদের হাতে এই চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এছাড়াও জমি দিয়েছেন এমন অনেক পরিবারের চাকরি যোগ্য সদস্যরা ১৮ বছর বয়স পার করেননি। তাদের জন্য মাসে ১০০০০ টাকা করে সহায়ক ভাতা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। এরকম ৫৪ জনের হাতে এদিন সহায়ক ভাতা তুলে দেন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অন্যান্যরা। এই সকল যুবক-যুবতীরা ততদিন পর্যন্ত এই ভাতা পাবেন যতদিন না তাদের ১৮ বছর বয়স হবে।

advertisement

আরও পড়ুনঃ স্টেশনে কাজ চলাকালীন দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের

১৮ বছর বয়স পূর্ণ করলেই তাদের চাকরিতে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, ডেউচা পাচামি এলাকায় রয়েছে ১২ হাজার মিলিয়ন মেট্রিক টন কয়লা। এই বিপুল পরিমাণ কয়লা উত্তোলনের সঙ্গে সঙ্গে যেমন জেলার অর্থনৈতিক পরিকাঠামো বদলে যাবে ঠিক তেমনি বদলে যাবে রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামোও। রাজ্য এবং পার্শ্ববর্তী রাজ্যগুলিকে ৭০ বছর এই কয়লা সরবরাহ করা যাবে বলে জানিয়েছেন পিডিসিএল চেয়ারম্যান পিভি সেলিম।

advertisement

View More

আরও পড়ুনঃ নলকূপ আছে, কিন্তু পরিশ্রুত জল নেই! এক আজব সমস্যায় বীরভূমের এই গ্রাম!

ডেউচা পাঁচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকায় যারা জমি দিয়েছেন তাদের এই প্রথম চাকরির নিয়োগপত্র দেওয়া হল এমন নয়। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে প্রায় তিনশোর কাছাকাছি জমিদাতাদের হাতে জুনিয়র কনস্টেবলের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে এমনকি তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ট্রেনিং শেষ করে কর্মজীবন শুরু করতে চলেছেন।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: হাতের মুঠোয় ডেউচা পাঁচামি কয়লা শিল্প! প্রায় ৩০০ জমিদাতা পেলেন চাকরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল