যারা এই কয়লা শিল্পের জন্য জমি দিয়েছেন তাদের হাতে এই চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এছাড়াও জমি দিয়েছেন এমন অনেক পরিবারের চাকরি যোগ্য সদস্যরা ১৮ বছর বয়স পার করেননি। তাদের জন্য মাসে ১০০০০ টাকা করে সহায়ক ভাতা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। এরকম ৫৪ জনের হাতে এদিন সহায়ক ভাতা তুলে দেন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অন্যান্যরা। এই সকল যুবক-যুবতীরা ততদিন পর্যন্ত এই ভাতা পাবেন যতদিন না তাদের ১৮ বছর বয়স হবে।
advertisement
আরও পড়ুনঃ স্টেশনে কাজ চলাকালীন দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের
১৮ বছর বয়স পূর্ণ করলেই তাদের চাকরিতে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, ডেউচা পাচামি এলাকায় রয়েছে ১২ হাজার মিলিয়ন মেট্রিক টন কয়লা। এই বিপুল পরিমাণ কয়লা উত্তোলনের সঙ্গে সঙ্গে যেমন জেলার অর্থনৈতিক পরিকাঠামো বদলে যাবে ঠিক তেমনি বদলে যাবে রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামোও। রাজ্য এবং পার্শ্ববর্তী রাজ্যগুলিকে ৭০ বছর এই কয়লা সরবরাহ করা যাবে বলে জানিয়েছেন পিডিসিএল চেয়ারম্যান পিভি সেলিম।
আরও পড়ুনঃ নলকূপ আছে, কিন্তু পরিশ্রুত জল নেই! এক আজব সমস্যায় বীরভূমের এই গ্রাম!
ডেউচা পাঁচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকায় যারা জমি দিয়েছেন তাদের এই প্রথম চাকরির নিয়োগপত্র দেওয়া হল এমন নয়। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে প্রায় তিনশোর কাছাকাছি জমিদাতাদের হাতে জুনিয়র কনস্টেবলের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে এমনকি তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ট্রেনিং শেষ করে কর্মজীবন শুরু করতে চলেছেন।
Madhab Das