Birbhum News: নলকূপ আছে, কিন্তু পরিশ্রুত জল নেই! এক আজব সমস্যায় বীরভূমের এই গ্রাম!
Last Updated:
সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের এমন কয়েকটি গ্রাম রয়েছে যেখানে আজব সমস্যায় ভুগছেন এলাকার কয়েক হাজার মানুষ। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই, নলকূপ অথবা কুয়োর অভাবে জল সমস্যায় ভোগেন এলাকার বাসিন্দারা।
#বীরভূম : সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের এমন কয়েকটি গ্রাম রয়েছে যেখানে আজব সমস্যায় ভুগছেন এলাকার কয়েক হাজার মানুষ। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই, নলকূপ অথবা কুয়োর অভাবে জল সমস্যায় ভোগেন এলাকার বাসিন্দারা। তবে এক্ষেত্রে কেন আজব সমস্যা বলা হচ্ছে, কারণ হল এই সকল গ্রামে নলকূপ এবং কুয়ো থাকলেও পরিশ্রুত জলের অভাবে সমস্যা ভোগ করছেন। বছরের পর বছর ধরে এই সমস্যা ভোগ করে এলেও প্রশাসনিক ভাবে তেমন কোন পদক্ষেপ নেওয়া হয় না বলেই দাবি করেছেন এলাকার বাসিন্দারা।
এমন আজব সমস্যায় ভুগছেন চাঙ্গুরিয়া, কুতুরে সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। এই সকল এলাকায় পর্যাপ্ত পরিমাণে নলকূপ রয়েছে। তবে নলকূপ থাকলেও সেই নলকূপ থেকে যে জল বের হয় তাতে আয়রনের পরিমাণ এতটাই বেশি তা পান করার পক্ষে অযোগ্য। গ্রামের বাসিন্দাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি, জলে আয়রনের পরিমাণ এতটাই বেশি যে বোতলের রং খুব কম সময়ের মধ্যে লাল হয়ে যায়।
advertisement
এছাড়াও এখানে যে স্কুল রয়েছে সেখানে পড়ুয়াদের পরিশ্রুত জল দেওয়ার জন্য ওয়াটার পিউরিফায়ার মেশিনের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তাও খুব কম সময়ের মধ্যে আয়রনে ভর্তি হয়ে যায়। এলাকার বাসিন্দাদের দাবি, যতবার এই এলাকায় নতুন করে বোরিং করা হয়েছে ততবারই এই আয়রন ভরা জল পেতে হয়েছে তাদের। তারা চায়ছেন, প্রশাসনিক ভাবে পাইপ লাইনের মাধ্যমে অন্য কোন জায়গা থেকে এই সকল গ্রামে জল সরবরাহ করা হলে এই সমস্যার সমাধান হবে। কারণ তাদের পরিস্থিতি এতটাই খারাপ যে, পরিশ্রুত পানীয় জল পান করার জন্য বাইরে থেকে জল কিনে আনতে হচ্ছে।
advertisement
advertisement
এমন ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি ১ নম্বর ব্লকের বিডিও শিবাশীষ সরকারের সঙ্গে কথা বলা হলে তিনি জানান, এ বিষয়ে আগেও অভিযোগ পেয়েছি এবং তার পরিপ্রেক্ষিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানকে জল পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই রিপোর্ট এলে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং খুব তাড়াতাড়ি সরকারি প্রকল্পের মাধ্যমে যাতে এই সকল এলাকায় পানীয় জল সরবরাহ করা হয় তার ব্যবস্থা গ্রহণ করা হবে।
advertisement
Madhab Das
Location :
First Published :
October 19, 2022 4:58 PM IST