আরও পড়ুন: স্কুলে স্কুলে তৈরি হবে ফিলাটেলিক ক্লাব, লক্ষ্য স্ট্যাম্প সংগ্রহের শখ জাগিয়ে তোলা
মেয়ের আবদারে এই ছোট্ট দুর্গা মূর্তি তৈরি করতে অনুব্রত ভাইপো সুমিত মণ্ডলের সময় লেগেছে ১৮-২০ দিন। এই প্রসঙ্গে সুমিত জানান, মাত্র আড়াই হাজার টাকার মধ্যে তিনি তৈরি করে ফেলেছেন গণেশ-কার্তিক-লক্ষ্মী-সরস্বতী সহ দেবী দুর্গার দশভুজা সিংহবাহিনী মূর্তি, তাও আবার ৩০ সেন্টিমিটার উচ্চতার মধ্যে।
advertisement
এই ছোট্ট দুর্গা মূর্তি প্রথা মেনেই পুজো করা হবে। এর জন্য তৈরি হবে মণ্ডপ। সুমিতের স্ত্রী পিয়ালী জানান, এই ছোট্ট দুর্গা মূর্তি তৈরিতে স্বামীকে তিনিও সাহায্য করেছেন। আবদার মেনে বাবা ছোট্ট দুর্গামূর্তি তৈরি করে দেওয়ায় তাঁদের মেয়ের খুব খুশি হয়েছে বলে জানান পিয়ালী। অন্যান্য আর পাঁচটি পুজোর মতোই এইখানে উমাকে সপ্তমী থেকে দশমী পর্যন্ত বিভিন্ন ফল, মিষ্টি, লুচি, সুজি দিয়ে ভোগ নিবেদন করা হবে।সকলের সাথে আনন্দ ভাগ করে নেবেন এই পুজোর মাধ্যমে।
সৌভিক রায়