৩৫ বছরে তারা তাদের লক্ষ্মীপূজোয় ২২ ফুটের এই লক্ষ্মী প্রতিমা তৈরি করে জেলা তথা রাজ্যের বাসিন্দাদের চমক দিল। এই পুজোকে ঘিরে প্রথম থেকেই এলাকার বাসিন্দা থেকে অন্যত্রদের মধ্যে ছিল আলাদা উৎসাহ। পুজো উদ্যোক্তাদের তরফ থেকে জানা যাচ্ছে, ২২ ফুটের এই লক্ষ্মী প্রতিমা তৈরি করানোর জন্য তারা দীর্ঘদিন ধরেই পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং তাদের এই পরিকল্পনা মূলত এসেছিল এলাকার বান্ধব সমিতির বিশাল কালী প্রতিমা থেকেই।
advertisement
আরও পড়ুনঃ একদিকে মুষলধারে বৃষ্টি! অন্যদিকে জয়তারা উৎসবে মাতল দুবরাজপুর
সেই মতো এই প্রতিমা তৈরি করার জন্য তারা পাঁরুইয়ের মৃৎশিল্পী অনিল বাগদিকে বরাত দেন। দুর্গাপুজোর প্রায় ১৫ দিন আগে থেকে শুরু হয় কাজ। এই ২২ ফুটের লক্ষ্মী প্রতিমা তৈরি করানোর জন্য তাদের খরচ হয়েছে প্রায় ৪৪ হাজার টাকা। পুরো পূজোর বাজেট হিসাবে তারা এই বছর দেড় লক্ষ টাকা ব্যয় করছেন। কোজাগরি লক্ষ্মী পূজোয় পূজো ছাড়াও আগামী ছয় দিন ধরে চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুনঃ লক্ষ্মীপূজোর আলাদা ঐতিহ্যে ভরা বীরভূমের ঘোষ গ্রাম
এমন পুজো আয়োজনের ক্ষেত্রে এলাকার মহিলাদেরও স্বতঃস্ফূর্ত সহযোগিতা রয়েছে বলে দাবি করেছেন পুজো উদ্যোক্তারা। ২২ ফুটের এই লক্ষ্মী প্রতিমা দেখতে আসা দর্শনার্থীরা জানিয়েছেন, এর আগে তারা এমন বিশাল দুর্গা প্রতিমা অথবা কালী প্রতিমা দেখলেও এমন লক্ষ্মী প্রতিমা দেখেননি। এই প্রথম তারা এই বিশাল লক্ষ্মী প্রতিমা দেখার পাশাপাশি পুজো নিয়েও তাদের মধ্যে উৎসাহ কম নয়।
Madhab Das