স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবারেও রামসাগরে মাছ ব্রিডিং-এর কাজে গিয়েছিলেন হেমন্ত বাউরী। কাজ করতে করতে হঠাৎই অসাবধানতাবশত নিচে পড়ে থাকা ছেঁড়া বৈদ্যুতিক তারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যান হেমন্ত। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে প্রথমে নিয়ে যাওয়া হয় রামসাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরে তাঁকে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
advertisement
আরও পড়ুন: দাউ দাউ করে জ্বলছে গোটা গোডাউন, ঝলসে গেল কর্মীর দেহ! ভয়াবহ অগ্নিকাণ্ড ঝাড়গ্রামে
আরও পড়ুন: ট্রেনের মধ্যেই সহযাত্রীর গায়ে আগুন, রেল লাইনে পড়ে তিন মৃতদেহ! কেরলে হাড় হিম করা ঘটনায় জঙ্গি যোগ?
অন্যদিকে রবিবাসরীয় সন্ধ্যায় পাত্রসায়ের থানার পান্ডুয়া গ্রামে নিজের বাড়িতে সন্ধ্যা পুজো করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সহ-সভানেত্রী শ্যামলী পাল। স্থানীয় সূত্র জানা যায়, পান্ডুয়া গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল সেখানেই রাস্তার দুই সাইডে আলো লাগানো হয়েছে। আলোর তার ছেঁড়া অবস্থায় জড়ানো ছিল রাস্তার পাশেই থাকা একটি লোহার খুঁটিতে।
রবিবার সন্ধ্যায় যখন পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সহ-সভানেত্রী শ্যামলী পাল নিজের বাড়িতে সন্ধ্যা বাতি ধরিয়ে ঘরে ফিরছিলেন, ঠিক তখনই ওই লোহার খুঁটিতে হাত লেগে যায়। এরপরেই বিদ্যুৎপৃষ্ট হযন শ্যামলী দাস। দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানেই তিনি বর্তমানে চিকিৎসাধীন।
দেবব্রত মণ্ডল