ওই দাঁতাল বুনো হাতিটি বেশ কয়েকটি দোকানে হামলা চালায়। কোথাও ভাঙলো বাড়ি আবার কোথাও দোকানের চালের বস্তা, তেলের টিন, আলু বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস মাটিতে ফেলে নষ্ট করে দেয়। স্থানীয় গ্রামবাসীরা বলেন এই গ্রামে বুনো হাতির আগমন লেগে থাকে বছরভর। প্রতিনিয়ত হাতি আতঙ্কে এবং হাতির সঙ্গে লড়াই করে বাঁচতে হয় তাদের। কখনও রাতের পর রাত জেগে বুনো হাতির আক্রমণ থেকে ফসল এবং গ্রামের মাটির বাড়িগুলি বাঁচাতে গ্রামের মানুষদের দিতে হয় পাহারাও।
advertisement
আরও পড়ুনঃ ভয়ানক! মদের আসরে বচসা! প্রতিশোধ নিতে যুবককে নৃশংস ভাবে হত্যা
প্রতিদিন প্রতিনিয়ত একটা আতঙ্ক গ্রাস করে আছে তাদের। বুনো হাতির দলকে ড্রাইভ করার জন্য বনদপ্তর একাধিক পদক্ষেপ নিলেও গ্রামগুলোতে হাতির আক্রমণ লেগেই থাকে। হাতি যেন তাদের গ্রামের নিত্য সঙ্গী। গ্রামবাসীরা তাদের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট বন দপ্তরের কাছে এবং তাদের কাতর আর্জি আর একটু সচেতন হোক বনদপ্তর। এই হাতিগুলোর জন্য বনদপ্তরের পক্ষ থেকে নেওয়া হোক কড়া পদক্ষেপ যাতে হাতিগুলি জঙ্গল সীমানা থেকে জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে প্রবেশ করতে না পারে।
আরও পড়ুনঃ বিশালাকার একুশ ফুটের গনেশ দেখতে ভিড় শহরবাসীর
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক সঞ্চিতা ব্যানার্জি বলেন, রাত তিনটে নাগাদ ওই বুনো দাঁতাল হাতিটি এসে অত্যাচার চালায় তাদের দোকানে। একদিকে হাতিতে ভেঙে দিয়েছে দোকান অপরদিকে দোকানের ভিতরে থাকা চালের বস্তা আলুর বস্তা সমস্ত কিছু মাটিতে ফেলে নষ্ট করে দিয়েছে। এই দোকানের উপর নির্ভর করে চলে সংসার তাই তিনি চান এই ক্ষতির পূরণে একটু সরকারি সাহায্য।
Joyjiban Goswami