আরও পড়ুন: ভরণপোষণ করতে পারবেন না বলে সন্তানকে দত্তক! গর্ভধারিণী মা সহ শিশুকে পাঠানো হল হোমে
অর্ণব বর্ধমান থেকে ছুটে এসেছেন বাঁকুড়ার ইন্দাসের পাহাড়পুর, গোবিন্দপুর, দেড়িয়াচক গ্ৰামে। এমন পদক্ষেপ প্রসঙ্গে এই সর্পপ্রেমী জানান, শুধু এই প্রচম নয়, আগেও আরও দু’বছরও বাচ্চাদের হাতে জামা-কাপড় তুলে দিয়েছেন। দুর্গাপুজোয় যাতে সকলে একটু আনন্দ করতে পারে তাই এই প্রচেষ্টা। ভবিষ্যতেও এমনই কাজ করে যাবেন বলে জানান।
advertisement
আজকাল জন্মদিন পালন মানেই দামি দামি কেক কেটে সেই কেক মাখামাখি করা। সেই সঙ্গে নামিদামি সেলিব্রেশন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভারতবর্ষের কোনায় কোনায় মুখ গুমড়ে পড়ে থাকা বহু শিশু না খেতে পেয়ে খিদের জ্বালায় ছটফট করছে প্রতি মুহূর্তে। সেই চাঁদের অনেকটা মঙ্গল হয় যদি প্রত্যেকেই জীবনের বিশেষ দিনগুলো পালনের নামে অর্থ অপচয় না করে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। ঠিক সেটাই করে দেখালেন সর্পপ্রেমী অর্ণব দাস। নিজের জেলা থেকে ছুটে এলেন প্রান্তিক জেলা বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামগুলিতে এবং করলেন জন্মদিন পালন।
নীলাঞ্জন ব্যানার্জী