Hooghly News: ভরণপোষণ করতে পারবেন না বলে সন্তানকে দত্তক! গর্ভধারিণী মা সহ শিশুকে পাঠানো হল হোমে

Last Updated:

ভরণপোষণ করতে পারবেন না বলে সভ্যজাত সন্তানকে এক দম্পতির হাতে তুলে দিয়েছিলেন ইটভাটা শ্রমিক মা। বেআইনিভাবে দত্তক নেওয়ার অভিযোগে ওই শিশু সহ তার গর্ভধারিনী মাকে হোমে পাঠাল প্রশাসন

হুগলি: বয়স ১৫ দিন’ও হয়নি। মানুষ করতে পারার ক্ষমতা না থাকায় সদ্যোজাত শিশুকে অন্যের হাতে তুলে দিয়েছিল গর্ভধারিনী মা। লোকাল ১৮ বাংলায় সেই খবর সম্প্রচারিত হয় শনিবার‌ই। সেখান থেকে পোলবার এই চাঞ্চল্যকর বিষয়টি জানতে পেরে নড়েচড়ে বসে জেলা প্রশাসন। একদিন পর বেআইনিভাবে দত্তক নেওয়া শিশুটিকে উদ্ধার করে গর্ভধারিনী মায়ের সঙ্গে তাকে হোমে পাঠানো হল।
ভরণপোষণ করতে পারবেন না বলে সদ্যজাত শিশুকে নিঃসন্তান দম্পতির কাছে দত্তক দিয়েছিলেন পোলবার সুগন্ধার একটি ইট ভাটার শ্রমিক ওই মা। একশো টাকার কোর্ট পেপারে লিখে হয়েছিল সেই বেআইনি হস্তান্তর। শিশুটি দত্তক নিয়েছিলেন চুঁচুড়ার চ্যাটার্জি বাগান এলাকার দম্পতি যাদব মণ্ডল ও বুলু মণ্ডল। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই নড়েচড়ে বসে জেলা চাইল্ড। তাঁদের প্রোটেকশান আধিকারিক চুঁচুড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে শিশুটিকে মণ্ডল দম্পতির কাছ থেকে উদ্ধার করেন। যাদব ও বুলু মণ্ডলকে নিয়ে আসা হয় থানায়। এরপর সুগন্ধার ওই ইট ভাটা থেকে শিশুটির গর্ভধারিনী মাকেও নিয়ে আসা হয় থানায়।
advertisement
advertisement
থানায় তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর পুলিশ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেয় শিশুটিকে। সিডব্লিউসি কোন্নগরের একটি হোমে পাঠিয়ে দেয় ওই শিশু ও তার গর্ভধারিনী মাকে। প্রশাসন সূত্রে খবর, শিশুটিকে যেভাবে দত্তক দেওয়া হয়েছিল তা বেআইনি। শিশুটির ভবিষ্যত নিয়ে চিন্তা আছে। মা প্রাপ্তবয়স্কা, কিন্তু তাঁর স্বামীর খোঁজ নেই। ভরণপোষণ করতে পারবেন না বলে শিশুকে অন্যের হাতে তুলে দিয়েছিলেন বলে দাবি করেছেন। সেই দাবি কতটা সত্যি জানতে আবারও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। যাদের কাছে দত্তক দেওয়া হয়েছিল তাঁদেরও জেরা করা হবে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ভরণপোষণ করতে পারবেন না বলে সন্তানকে দত্তক! গর্ভধারিণী মা সহ শিশুকে পাঠানো হল হোমে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement