গত রবিবার বাঁকুড়া জেলার ইন্দাসের শিমুলিয়া, গোবিন্দপুর, ঠাকুরানি পুষ্কুরিণী, করিশুণ্ডা সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে ব্যাপক বৃষ্টি। এর ফলে পাকা ধানের প্রচন্ড ক্ষতি হয়েছে বলে দাবি চাষিদের। অথচ এই বছর খুব ভাল বোরো ধানের চাষ হয়েছিল। দুটো লাভের আশায় খুশি ছিলেন কৃষকরা। কিন্তু ঠিক ধান ঘরে তোলার মুখে ঝেঁপে বৃষ্টি এসে সবকিছু পন্ড করে দিল।
advertisement
প্রবল বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে পাকা ধান। বিঘের পর বিঘে ধান জমি এখন জলের তলায়। প্রাকৃতির এই খেয়ালে বিপুল ক্ষতির মুখে পড়ে ভেঙে পড়েছেন জেলার চাষিরা। ভেবে পাচ্ছেন না কীভাবে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াবেন। বাঁকুড়া জেলা কৃষি ভবন সূত্রে খবর, এইবছর প্রায় ১৬৫০০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে বোরো ধান। কিন্তু বৃষ্টির জেরে ক্ষতির পরিমাণ কতটা তার চূড়ান্ত কোনও রিপোর্ট এখনও আসেনি।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2023 11:49 PM IST