বুধবার সকালে বাঁকুড়া জেলা এনফোর্সমেন্ট শাখার সদস্যদের সঙ্গে নিয়ে ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিকরা শহরের বিভিন্ন বাজারে অভিযান চালান। বাটখারা ও দাঁড়িপাল্লা যাচাই করে দেখেন। তাঁদের এই হঠাৎ অভিযান বিফলে যায়নি। ওজনে কারচুপির অভিযোগে দু'টি ইলেকট্রিক দাঁড়িপাল্লা বাজেয়াপ্ত করেন। অভিযুক্ত দোকানদারদের সরকারি নিয়ম মেনে জরিমানা করা হয়। ক্রেতা সুরক্ষা দফতরের এই অভিযানে খুশি সাধারণ ক্রেতারা।
advertisement
আরও পড়ুন: জঙ্গলের গাছ কেটে ট্রাক্টরে করে পাচার, রুখে দিলেন গ্রামবাসীরা
ইলেকট্রিক ওজন মেশিনের রিনিউ না করানোয় জরিমানার মুখে পড়েন ব্যবসায়ী মঙ্গল দাস। এই প্রসঙ্গে তিনি বলেন, নিজের ভুলেই শাস্তি পেয়েছি। ভবিষ্যতে আর এমন কাজ হবে না। আগামী দিনেও এমন অভিযান চলবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
March 30, 2023 2:29 PM IST