TRENDING:

Bankura News: ওজনে কারচুপি ঠেকাতে সাতসকালে বাজারে হানা

Last Updated:

বাঁকুড়া জেলা এনফোর্সমেন্ট শাখার সদস্যদের সঙ্গে নিয়ে ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিকরা শহরের বিভিন্ন বাজারে অভিযান চালান। বাটখারা ও দাঁড়িপাল্লা যাচাই করে দেখেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: বিএসআই নির্ধারিত বৈদ্যুতিন ওজন যন্ত্র ব্যবহারের নির্দেশ থাকলেও এখনও বহু দোকানদার পুরনো পাল্লা বাটখারা ব্যবহার করেন। মাঝে মাঝেই ক্রেতারা অভিযোগ করেন পাল্লা বাটখারায় ওজন পরিমাপের সময় কারচুপি হচ্ছে। ফলে তাঁরা শাক-সবজি বা মুদিখানা দ্রব্য টাকা দিয়ে কিনে কম পরিমাণ বাড়িতে নিয়ে যাচ্ছেন। ওজনে এই কারচুপি ঠেকাতে এবার পথে নামলেন ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিকরা।
advertisement

বুধবার সকালে বাঁকুড়া জেলা এনফোর্সমেন্ট শাখার সদস্যদের সঙ্গে নিয়ে ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিকরা শহরের বিভিন্ন বাজারে অভিযান চালান। বাটখারা ও দাঁড়িপাল্লা যাচাই করে দেখেন। তাঁদের এই হঠাৎ অভিযান বিফলে যায়নি। ওজনে কারচুপির অভিযোগে দু'টি ইলেকট্রিক দাঁড়িপাল্লা বাজেয়াপ্ত করেন। অভিযুক্ত দোকানদারদের সরকারি নিয়ম মেনে জরিমানা করা হয়। ক্রেতা সুরক্ষা দফতরের এই অভিযানে খুশি সাধারণ ক্রেতারা।

advertisement

আরও পড়ুন: জঙ্গলের গাছ কেটে ট্রাক্টরে করে পাচার, রুখে দিলেন গ্রামবাসীরা

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ইলেকট্রিক ওজন মেশিনের রিনিউ না করানোয় জরিমানার মুখে পড়েন ব্যবসায়ী মঙ্গল দাস। এই প্রসঙ্গে তিনি বলেন, নিজের ভুলেই শাস্তি পেয়েছি। ভবিষ্যতে আর এমন কাজ হবে না। আগামী দিনেও এমন অভিযান চলবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: ওজনে কারচুপি ঠেকাতে সাতসকালে বাজারে হানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল