বিক্ষোভকারী অস্থায়ী কর্মীদের দাবি সামনে আগত দুর্গাপুজো কিন্তু সেই পুজোর ন্যায্য বোনাস দেওয়া হচ্ছে না তাদের। পাশাপাশি গত তিন মাসের বেতন বাকি রয়েছে পুজোর আগে অবিলম্বে পৌরসভা কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার সমাধান করুক। তবে এটা প্রথম বার নয় এর আগেও সঠিক সময়ে বেতনের দাবিতে কয়েকবার বিক্ষোভে শামিল হয়েছিলেন পৌরসভার অস্থায়ী কর্মীরা কিন্তু তারপরেও তাদের সমস্যার সমাধান হয়নি।
advertisement
আরও পড়ুনঃ নিয়োগের দাবিতে ফের আন্দোলনে নামলেন বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ
এতবার আন্দোলন-বিক্ষোভের পরেও পৌরসভা কর্তৃপক্ষ চুপ কেন সেই নিয়ম ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিক্ষোভকারীরা জানান, পুজোর আগে এভাবে পৌরসভা গেটের সামনে বিক্ষোভ দেখাতে তাদেরও খারাপ লাগছে কিন্তু বারংবার জানিও পৌরসভা থেকে তাদের সমস্যার হাল ফেরানো হয়নি। তাই বিক্ষোভের রাস্তা বেছে নিয়েছেন তারা। দূর্গা পুজোতে তাদের বোনাস ৪৮০০ টাকা হলেও পৌরসভার বোর্ড মিটিংয়ে পাস হয়েছে তাদের ২০০০ টাকা করে বোনাস দেওয়া হবে এবং বাকি অর্থ পরবর্তী সময়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ অস্থায়ী এবং চুক্তিভিত্তিক বাসচালক ও পরিচালকদের কর্ম বিরতি বাঁকুড়া ডিপোতে
তাদের দাবি সম্পূর্ণ বোনাস তাদের দিতে হবে। পাশাপাশি তাদের তিন মাসের বেতন এখনও বাকি রয়েছে। বারংবার পৌরসভাকে জানালেও পৌরসভা থেকে মিলছে না কোনও সদুত্তর। তবে যতক্ষণ না পৌরসভা থেকে সঠিকভাবে তাদের প্রাপ্য বুঝিয়ে না দেওয়া হয় ততক্ষণ এই বিক্ষোভ চলবে বলে তারা জানান। এ বিষয়ে সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি বলেন তিন মাস নয় দু মাসের বেতন বাকি রয়েছে। সামনে এখনো কয়েকটা দিন হাতে রয়েছে তাদের পুজোর বোনাস সহ অন্যান্য সমস্যার দ্রুত সমাধান করা হবে বলে তিনি জানান।
Joyjiban Goswami