Bankura News: নিয়োগের দাবিতে ফের আন্দোলনে নামলেন বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ

Last Updated:

নিয়োগ ক্ষেত্রে দুর্নীতির কাণ্ডে সরগরম রাজ্য রাজনীতি। নতুন করে বেরিয়ে আসছে একের পর এক দুর্নীতির তথ্য। নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। আপাতত তার ঠাঁই হয়েছে শ্রীঘরে।

#বাঁকুড়া : নিয়োগ ক্ষেত্রে দুর্নীতির কাণ্ডে সরগরম রাজ্য রাজনীতি। নতুন করে বেরিয়ে আসছে একের পর এক দুর্নীতির তথ্য। নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। আপাতত তার ঠাঁই হয়েছে শ্রীঘরে। ঠিক তখনই দ্রুত নিয়োগের দাবিতে ফের আন্দোলনে নামলেন বঞ্চিত আপার প্রাইমারি চাকরী প্রার্থীবৃন্দ। শুক্রবার সকালে সংশ্লিষ্ট সংগঠনের বাঁকুড়া ইউনিটের সদস্যরা প্ল্যাকার্ড এবং ফেস্টুন হাতে অবিলম্বে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে জেলা অবর বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) কে ডেপুটেশন দিলেন। বঞ্চিত আপার প্রাইমারি চাকরী প্রার্থী বৃন্দ সংগঠনের পক্ষ থেকে বলা হয় সরকারী গেজেট অনুযায়ী, ইন্টারভিউয়ের ১৫ দিন আগে পর্যন্ত শূণ্যপদ পূর্ব ঘোষিত শূণ্যপদের সঙ্গে সংযুক্ত হবে।
কিন্তু সেই পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু এই অবস্থায় গেজেটকে মান্যতা দিয়ে উল্লেখিত ইন্টারভিউয়ের ১৫ দিন আগে পর্যন্ত ৮ বছরের সমস্ত বর্ধিত শূণ্যপদ, পূর্ব ঘোষিত ১৪, ৩৩৯৯ টি শূণ্যপদের সঙ্গে সংযুক্ত করে সমস্ত টেট পাশ ট্রেণ্ড চাকরী প্রার্থীদের নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কলকাতায় মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশের আন্দোলনস্থল থেকে জেলায় জেলায় আন্দোলন কর্মসূচী থেকে তারা সরে আসবেন না। প্রয়োজনে আগামী দিন আন্দোলন আরও বৃহত্তর রুপ নেবে।
advertisement
আরও পড়ুনঃ অস্থায়ী এবং চুক্তিভিত্তিক বাসচালক ও পরিচালকদের কর্ম বিরতি বাঁকুড়া ডিপোতে
সাথী মন্ডল এবং প্রশান্ত পাল নামে আন্দোলনকারীরা বলেন তারা সবাই বঞ্চিত আপার প্রাইমারি চাকুরি প্রার্থী। সকলেই টেট পাস এবং ট্রেন্ড। তারা প্রায় আটটি বছর ধরে চাকরি থেকে বঞ্চনার শিকার হচ্ছেন। অনেকেরই বয়স বেড়ে যাচ্ছে। আট বছর ধরে কমিশন এখনো একটিও সিটে নিয়োগ দিতে পারেনি। বিভিন্ন জায়গায় স্মারকলিপি প্রদান এবং ভিডিও বার্তার মাধ্যমে বার্তা পৌঁছানোর চেষ্টা করলেও তাদের দাবি কোনোভাবেই কর্ণপাত করেনি রাজ্য সরকার।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জেলাশাসকের দফতরে হস্টেলের চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের বিক্ষোভ
তারা আরো বলেন শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে প্রায় ৯৫ দিন অবস্থান বিক্ষোভ এবং অনশন চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে তারা আবেদন জানান যাতে গেজেট মেনে আপডেট ইন্টারভিউর ১৫ দিন পর্যন্ত যত সিট আছে সব সিটে তাদেরকে নিয়োগ দেওয়া হোক। যদি তাদের দাবি দাবা মানা না হয় তাহলে তারাও শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশে তারা সবাই একসাথে শহীদ হবেন।
advertisement
Joyjiban Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: নিয়োগের দাবিতে ফের আন্দোলনে নামলেন বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement