TRENDING:

Bankura News: অস্থায়ী এবং চুক্তিভিত্তিক বাসচালক ও পরিচালকদের কর্ম বিরতি বাঁকুড়া ডিপোতে

Last Updated:

রাজ্য সরকার অধীনস্থ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাঁকুড়া ডিপোর ১৬০ জন অস্থায়ী ও চুক্তিভিত্তিক বাসচালক এবং পরিচালকরা শুক্রবার থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতি ও বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া : রাজ্য সরকার অধীনস্থ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাঁকুড়া ডিপোর ১৬০ জন অস্থায়ী ও চুক্তিভিত্তিক বাসচালক এবং পরিচালকরা শুক্রবার থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতি ও বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন। শ্রমিক সংগঠনের ব্যানার এবং পতাকা লাগিয়ে দাবী আদায়ের জন্য রাজ্য সরকারের বিরুদ্ধেই কার্যত সরব হলেন তারা। আন্দোলনকারীদের দাবি তাদের নিয়মমতো ২৬ দিনের কাজ মেলার কথা কিন্তু পাওয়া যায় না। যেহেতু নো ওয়ার্ক নো পের চুক্তিতে তাদের নিয়োগ করা হয়েছে তাই কাজ না মেলায় মাসে চার-পাঁচ হাজারের বেশী মজুরি মেলে না।
advertisement

তারা আরো বলেন সমকাজে সমবেতন, সময় মত বেতন মাসের ২৬ দিনের কাজ এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে রাজ্য সরকারকে। তাই একপ্রকার বাধ্য হয়ে রাজ্য সরকারের এই পরিবহন সংস্থার বিরুদ্ধেই আন্দোলনে নেমেছেন তারা। এদিকে, অস্থায়ী চুক্তি ভিত্তিক নিযুক্ত এই বাস চালক পরিচালকদের কর্ম বিরতির জেরে স্থায়ী কর্মীদের ঘাড়ে অতিরিক্ত কাজের দায়িত্ব চাপিয়ে পরিস্থিতি সামাল হচ্ছে বলে জানা গেছে।

advertisement

আরও পড়ুনঃ জেলাশাসকের দফতরে হস্টেলের চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

অন্যদিকে পর্যাপ্ত বাসের অভাবে এবং সময়মতো বাস না মেলায় হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। বাসচালক মলয় সিট এবং বাস পরিচালক টুবাই প্রামাণিকরা বলেন বিগত দিন থেকেই এই কর্পোরেশন এর পক্ষ থেকে তাদের কোন দাবি দাবা মানা হচ্ছে না। বছরের পর বছর তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না। সামান্য ন্যূনতম বেতনে তারা সারা বছর কাজ করেন। তারা কাজ না করলে বেতন পান না অর্থাৎ নো ওয়ার্ক নো পে নিয়মে কাজ করে আসছেন।

advertisement

View More

আরও পড়ুনঃ মল্লগড়ের শিল্পীর হাত ধরে আত্মপ্রকাশ নবাবী বালুচরী শাড়ি 'অরুণিমা'-র

তাদের ২৬ দিনের কাজও ঠিকমতো পাচ্ছেন না। তাই পারিশ্রমিক মেলে অল্প। আর এই পারিশ্রমিকে তাদের সংসার চালানো খুব সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এদিকে এতগুলো জীবনের দায়িত্ব থাকে তাদের ঘাড়ে। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়েই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় কাজ করে আসছেন তারা। তবে তাদের সাফ দাবি তাদের দাবি দাবা মানা না হলে এই আন্দোলন আরো বৃহত্তর গড়ে তুলবেন তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Joyjiban Goswami

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: অস্থায়ী এবং চুক্তিভিত্তিক বাসচালক ও পরিচালকদের কর্ম বিরতি বাঁকুড়া ডিপোতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল