TRENDING:

Bankura News: প্রাণের মায়া ভুলে বিশাল ময়াল সাপকে রক্ষা করলেন অ্যাম্বুলেন্স চালক

Last Updated:

প্রাণের মায়া তুচ্ছ করে বিশাল সাপকে রক্ষা করলেন অ্যাম্বুলেন্স চালক দিব্যেন্দু গোস্বামী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: পশুপ্রেমী অ্যাম্বুলেন্স চালক রক্ষা করলেন বিশাল ময়াল সাপকে। এর ফলে এক বিরাট ময়াল সাপ উদ্ধার হল বাঁকুড়ার খাতড়া শহরে। বুধবার রাতে খাতড়া মহকুমা হাসপাতালের মেন গেটের সামনে থেকে ওই ময়াল সাপটি উদ্ধার করেন অ্যাম্বুলেন্স চালক দিব্যেন্দু গোস্বামী।
advertisement

এই ভরা বর্ষায় চারিদিকে সাপ বেরিয়ে পড়ে। গ্রামের দিকে এই ঘটনা বেশি হয়। বুধবার রাতে খাতড়া মহকুমা হাসপাতালে যাওয়ার রাস্তার ধারে সাপটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, এত বড় আকারের সাপ এই এলাকায় আগে দেখা যায়নি। ফলে বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে সেখানে গিয়ে সাপটি উদ্ধার করেন অ্যাম্বুলেন্স চালক দিব্যেন্দু গোস্বামী। পরে তিনি বন দফতরে গিয়ে তাদের হাতে ময়াল সাপটি তুলে দেন।

advertisement

আরও পড়ুন: ইশারাতেই বাজিমাত! নিখোঁজ বৃদ্ধার বাড়ি ফেরার গল্প যেন সিনেমার প্লট

বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানা এলাকায় বাড়ি দিব্যেন্দু গোস্বামীর। তিনি খাতড়া মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স চালান। পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে পশুপাখির সেবা করে থাকেন। ময়াল সাপ উদ্ধার প্রসঙ্গে দিব্যেন্দুবাবু জানান, সাপটি প্রায় ৫ ফুট লম্বা ছিল। ওজন প্রায় ৭ কেজি। এই সাপ সাধারণত পাহাড়ি এলাকায় দেখা যায়। বর্ষার জলে ভেসে লোকালয়ে চলে আসতে পারে বলে তিনি জানান।

advertisement

View More

প্রসঙ্গত, ময়াল সাপের ইংরেজি নাম ‘রক পাইথন’। এর বৈজ্ঞানিক নাম ‘পাইথন মলিউরাস’। ভারতীয় উপমহাদেশের স্যাত স্যাঁতে আবহাওয়ায় এরা বসবাস করতে ভালোবাসে। ময়াল সাপ একা থাকতেই পছন্দ করে। এদের সচরাচর যুগলে দেখা যায় না। তবে এদের বিষ নেই।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: প্রাণের মায়া ভুলে বিশাল ময়াল সাপকে রক্ষা করলেন অ্যাম্বুলেন্স চালক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল