Hooghly News: ইশারাতেই বাজিমাত! নিখোঁজ বৃদ্ধার বাড়ি ফেরার গল্প যেন সিনেমার প্লট
- Reported by:RAHI HALDAR
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
জামশেদপুরের বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন মুক-বধির বৃদ্ধা। তাঁকে বাড়ি ফিরিয়ে দিল হুগলির এনজিও
হুগলি: কথা নেই মুখে, ইশারা করেই বোঝাবার চেষ্টা করছিলেন তাঁর বিপদের কথা। জানাচ্ছিলেন তিনি বাড়ি ফিরতে চান। কিন্তু সেই ইশারা বুঝতে পারছিলেন না কেউ। এইরকমই এক বয়স্ক বৃদ্ধার দেখা পাওয়া যায় হুগলির ব্যান্ডেল কেওটা কালীবাড়ি এলাকায়। স্থানীয়রা কিছু বুঝতে না পেরে যোগাযোগ করে স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্যর সঙ্গে। তাদেরই সাহায্যে অবশেষে ওই মুক-বধির বৃদ্ধা ফিরলেন নিজের বাড়ি।
টাটানগর জামশেদপুরের ওই বৃদ্ধা বাড়ি থেকে নিজের জামা কাপড় নিয়ে গত ২৫ তারিখ নিখোঁজ হয়ে যান। এভাবেই তিনি এসে পৌঁছন হুগলির ব্যান্ডেলে। সেখানে কিছু যুবক ওই বৃদ্ধাকে দেখে বুঝতে পারেন তিনি কোনও বিপদে পড়েছেন। তাঁকে নিয়ে আসা হয় চুঁচুড়ার আরোগ্যতে। কিন্তু তাঁর ইশারা বুঝতে না পারায় প্রাথমিকভাবে সমস্যায় পড়তে হয়। এদিকে লেখাপড়া না জানায় তিনি লিখেও বোঝাতে পারছিলেন না কিছু। এরপর এমন মানুষদের ইশারা বোঝায় দক্ষ বিশেষজ্ঞকে ডেকে পাঠানো হয়। আর তাতেই মেলে সাফল্য। সকালে বুঝতে পারেন ওই বৃদ্ধা বলছেন, তিনি বাড়ি ফিরতে চান। সঙ্গে যা কিছু ছিল সব খোয়া গিয়েছে।
advertisement
advertisement
কিন্তু বাড়ি কে ফেরাবে তাঁকে! কারণ ওই মহিলা কিছুতেই বলতে পারছিলেন না তাঁর বাড়ি কোথায়। অবশেষে তাঁর ব্যাগের মধ্যে থাকা একটি ছোট্ট পুঁটলির গায়ে লেখা দেখে অনুমান করা হয় তাঁর বাড়ি জামশেদপুরে। যোগাযোগ করা হয় জামশেদপুরের একটি এনজিওর সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় মহিলার ছবি। বিদ্যুৎ গতিতে সেই পোস্ট ভাইরাল হয়। তা চোখে পড়ে ওই বৃদ্ধার পরিজনদের। অবশেষে জামশেদপুর থেকে চুঁচুড়ায় যোগাযোগ করেন ওই বৃদ্ধার পরিবারের লোকজন।
advertisement
বুধবার চুঁচুড়ার আরোগ্যতে এসে ওই বৃদ্ধাকে বাড়ি নিয়ে যান তাঁর পরিবারের লোকজন। এই বিষয়ে আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিত দত্ত জানান, এর আগেও অনেককে তাঁরা বাড়ি ফিরিয়েছেন। তবে এইবারের বিষয়টি সম্পূর্ণ অন্যরকম ছিল। প্রত্যেক পদক্ষেপের নতুন নতুন চ্যালেঞ্জ আসছিল তাঁদের সামনে। যেহেতু মহিলা কথা বলতে বা লিখতে জানেন না সেই কারণে তাঁর সম্বন্ধে বোঝা খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছিল। অবশেষে মহিলাকে তাঁর বাড়ি ফেরাতে পেরে খুশি সকলেই।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 03, 2023 4:15 PM IST









