প্রতিবছর ভাদ্র মাসের শুক্ল একাদশীতে এই উৎসব পালিত হয়। প্রায় সারা রাত ধরে চলে উৎসব। এই উৎসবের সাথে জড়িয়ে রয়েছে কুড়মি সম্প্রদায়ের মানুষের আবেগ। রাজ্য সরকারের কাছে কুড়মী সমাজের দীর্ঘদিনের দাবি ছিল করম পরবের দিনটিকে যাতে পূর্ণ সরকারি সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ৬ ই সেপ্টেম্বর অর্থাৎ করম উৎসবের দিন অর্ধ দিবস ছুটির ঘোষণা করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ নিরাপত্তার দাবিতে বাঁকুড়া মেডিকেলে কর্মবিরতি ইন্টার্ন সহ ডাক্তারি পড়ুয়াদের
তাই পূর্ণ দিবস ছুটির দাবিতে একেবারে রাস্তায় নেমে পথ অবরোধ করলেন কুড়মি সম্প্রদায়ের মানুষজন। তাদের দাবি অবিলম্বে রাজ্য সরকার পূর্ণদিবস ঘোষণা করুক তাদের উৎসবের দিনটিকে। বাঁকুড়ার জঙ্গলমহল রাইপুর, রানীবাঁধ, পি মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে অবরোধ শুরু করেন কুড়মি সমাজের মানুষেরা। নিজেদের দাবীর সমর্থনে প্রায় ১২ ঘণ্টা এই অবরোধ চলবে বলে তারা জানিয়েছেন।
আরও পড়ুনঃ গ্রামে ঢুকে রীতিমত তান্ডব দাতাল হাতির! আতঙ্কে নিদ্রাহীন গ্রামবাসীরা
শুধু করম উৎসব নয় তাদের কুড়মি সমাজের ইঁদ পরব, বান্দনা পরব সহ অন্যান্য উৎসবেও রাজ্য সরকারের পক্ষ থেকে যাতে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয় এদিন সংগঠনের পক্ষ থেকে সেই দাবিও তোলা হয়। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে যদি তাদের দাবিদাওয়া মানা না হয় তাহলে তারা বৃহত্তরে আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এই দিন।
Joyjiban Goswami





