বৃহস্পতিবার রামনবমী উপলক্ষ্যে বাঁকুড়া শহরে শোভাযাত্রা বের করে বিশ্ব হিন্দু পরিষদ। সেই শোভাযাত্রাতে অংশ নিয়েই লাঠি খেলা এবং ছোরা হাতে কসরত দেখান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। এই মিছিল শহরের পাঁচবাগা মোড় থেকে শুরু হয়। এরপর কলেজ রোড ধরে মাচানতলা পার হয়ে লালবাজারে শেষ হয়। মিছিলে বিশাল একটি গেরুয়া পতাকা ছিল। সেই সঙ্গে থেকে থেকেই ওঠে জয় শ্রীরাম স্লোগান। সেখানেই অংশ নিয়ে সুভাষ সরকার বলেন, আত্মরক্ষার জন্য লাঠি খেলা জেনে রাখাটা জরুরি প্রাচীন ভারতে এগুলোর যথেষ্ট প্রচলন ছিল।
advertisement
আরও পড়ুন: মহিলার মাথার উপর দিয়ে চলে গেল লরির চাকা! ডাক্তারখানা থেকে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু
রামনবমীর এই মিছিল ঘিরে নিরাপত্তার কড়াকড়ি ছিল। তবে নির্বিঘ্নেই গোটা মিছিল শেষ হয়েছে। এই বছর আর কোনও উত্তেজনা দেখা দেয়নি। মিছিল শেষে সুভাষ সরকার বলেন দুর্নীতিমুক্ত সমাজ গড়তে রাম নামে সকলের উদ্বুদ্ধ হওয়া প্রয়োজন।
নীলাঞ্জন ব্যানার্জি