শুক্রবার বাঁকুড়া সদর থানার পুলিশ কেশিয়াকোল এলাকায় একটি পরিত্যক্ত ঝোপ থেকে ওই যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঐ এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।সোমবার ফের কেশিয়াকোল এলাকায় তদন্তে যান অতিরিক্ত পুলিশ সুপার বিবেক ভার্মা, ডিএসপি ডিএনটি সুপ্রকাশ দাস, সদর থানার আইসি দেবাশীষ পান্ডা সহ তদন্তকারীর আধিকারিকরা।
advertisement
আরও পড়ুনঃ রামকানালি গ্রামে ১২৪ তম বর্ষে পদার্পণ করল গজলক্ষ্মীর পূজো
তাঁরা পুলিশ কুকুর নিয়ে ঐ এলাকায় দীর্ঘক্ষণ তল্লাশী চালান। মৃতের পরিবারের তরফে মূল অভিযুক্তকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার বিবেক ভার্মা বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে কাওকে গ্রেফতার করা যায়নি বলেই তিনি জানান।
Joyjiban Goswami