পরে প্রতি বছর রাখির পরিমাণ বাড়তে বাড়তে তা প্রায় সতের হাজারে এসে পৌঁছেছে। কয়েক বছর আগে দেবকী নন্দন পোদ্দার প্রয়াত হলেও বর্তমানে তাঁর ছেলে দুর্গাপ্রসাদ পোদ্দার, নাতনী দীপশিখা পোদ্দারদের হাত ধরে এই প্রথা অব্যাহত রেখে চলেছেন পরিবারের সদস্যরা।
advertisement
আরও পড়ুনঃ জয়রামবাটী মাতৃমন্দিরে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
একই সঙ্গে তাঁরা বাড়িতে বসেই ফেলে দেওয়া ওষুধের ট্রীপ, স্ট্র, ক্লীপ ভাঙ্গা, নারকেল ছোবড়া ইত্যাদি দিয়েও রাখি তৈরী করে চলেছেন। প্রয়াত দেবকী নন্দন পোদ্দারের ছেলে দুর্গাপ্রসাদ পোদ্দার বলেন, বাবার দেখানো পথ ধরেই সেই পরম্পরাকে বজায় রাখতে বাবার পথ অনুসরণ করেছেন।
আরও পড়ুনঃ হাতিতে রক্ষে নেই, সঙ্গে নেকড়ে দোসর! দুই আতঙ্ক বাঁকুড়ার জঙ্গলে
এই রাখি তারা আনন্দের সঙ্গে তৈরি করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেন। নাতনী দীপশিখা পোদ্দার বলেন রাখি উৎসবের এক মাস আগে থেকেই তাদের পরিবারের সবাই এই রাখি তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েন। তার দাদুর দেখানো পথে এই কাজ করতে তার বেশ ভালোই লাগে। প্রতিবছরের মত এবারও রাখির মধ্যে জনসচেতনতামূলক বার্তা থাকছে।
Joyjiban Goswami