Bankura: হাতিতে রক্ষে নেই, সঙ্গে নেকড়ে দোসর! দুই আতঙ্ক বাঁকুড়ার জঙ্গলে

Last Updated:

বাঁকুড়ার বেলিয়াতোড় থানার অন্তর্গত পিড়রাবনি গ্রাম। আর সেই গ্রাম যাওয়ার পথে পিড়রাবনি জঙ্গলে জোড়া নেকড়ের উপস্থিতি যা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

#বাঁকুড়া : বাঁকুড়ার বেলিয়াতোড় থানার অন্তর্গত পিড়রাবনি গ্রাম। আর সেই গ্রাম যাওয়ার পথে পিড়রাবনি জঙ্গলে জোড়া নেকড়ের উপস্থিতি যা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাঁকুড়া উত্তর বনবিভাগ এর পিড়রাবনি জঙ্গলে হাতির অবস্থান দেখার জন্য গাড়িতে টহল দেবার পথে এই দুই নেকড়ের উপস্থিতি মোবাইল ক্যামেরায় ফ্রেমবন্দি করেন বনদপ্তর এর এক আধিকারীক। বনদপ্তরের সুত্রে জানা যায় দুটি নেকড়ের মধ্যে একটি পুরুষ এবং অন্যটি মহিলা। জেলার জঙ্গলে নেকড়ের সংখ্যা আরও রয়েছে বলে আশঙ্কা করছেন বনধপ্তরের আধিকারিকরা। তবে নেকড়ে সাধারণত লোকালয়ে ঢুকে সাধারণ মানুষকে আক্রমণ করে না যার ফলে ক্ষয়ক্ষতির তেমন একটা আশঙ্কা নেই বলেই মনে করছে বনদপ্তর। বাঁকুড়ার পিড়রাবনি জঙ্গলে অবিরাম আসা-যাওয়া করে নিত্যনতুন হাতির দল। হাতির দল এসে তান্ডব চালায় গ্রামের বিভিন্ন বাড়ি গুলিতে। হাতি আতঙ্কের রেস কাটতে না কাটতেই এবার গ্রামবাসীদের কাছে নতুন এক আতঙ্ক নেকড়ে বাঘ। যা নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন পিড়রাবনি অঞ্চলের বিভিন্ন গ্রামের বাসিন্দারা। ওই অঞ্চলের কাঁটাবনী বনসংলগ্ন এলাকায় বসবাস করে বেশ কয়েকটি পরিবার তারা ভূমিহীন তাই তারা আশ্রয় নিয়েছেন বনদপ্তরের জমিতে। এখানে তারা বসবাস করছেন পূর্বপুরুষদের আমল থেকে।
 
 
advertisement
মাগারাম বাউরি এবং বন্দনা বাউরি বলেন তারা বনের ধারে পরিবার নিয়ে বসবাস করে। সব সময় যেন একটা আতঙ্ক গ্রাস করে তাদের। তাদের বারো মাস হাতির সঙ্গে লড়াই করে বাঁচতে হয়। প্রতিনিয়ত হাতির দল আক্রমণ করে তাদের। কখনও বাড়িঘর ভেঙে দিয়ে চলে যায় আবার কখনও তাদের বাড়িতে থাকা প্রাণীদের উপর অকপটে অত্যাচার চালায় হাতির দল।
advertisement
 
তাই বন্য হাতিদের আক্রমণ থেকে তাদের গরু-ছাগলদের বাঁচাতে তারা কাটার বেড়া দিয়ে ঘেরা দিয়েছেন বাড়িগুলিকে। এবার তাদের কাছে নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে নেকড়ে।যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাদের একটাই দাবি বনদপ্তর আরেকটু উদ্যোগী হোক। তবে কেন্দ্রীয় চক্রের মুখ্য বনপাল এস কুলান ডাইভেল বলেন বাঁকুড়া জেলায় জঙ্গলে নেকড়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যা ইতিবাচক ইঙ্গিত বলেই তিনি মনে করছেন।
advertisement
 
তবে সাধারণ মানুষকে যেহেতু নেকড়ে আক্রমণ করে না তাই অহেতুক ভয় পাওয়ার কারণ নেই বলেই তিনি জানিয়েছেন। তিনি আরও বলেন নজরদারি চালানোর জন্য ক্যামেরা কিনে লাগানো হবে ওই সমস্ত এলাকা গুলিতে। এদিকে একদিকে হাতি এবং অপরদিকে নেকড়ে বাঘগুলিকে নজরদারি চালাচ্ছে বনদপ্তর।
advertisement
 
 
Joyjiban Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura: হাতিতে রক্ষে নেই, সঙ্গে নেকড়ে দোসর! দুই আতঙ্ক বাঁকুড়ার জঙ্গলে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement