বাঁকুড়া জেলার দামোদরপুরে অবস্থিত পরশমনি ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ ফাউন্ডেশনের নার্সারিতে তৈরি করা হচ্ছে একাধিক রকমারি ক্যাকটাস চারা। এবং খুব স্বল্প মূল্য থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এই ক্যাকটাস। বাজারে চাহিদাও বিপুল। পরপর সাজানো রয়েছে বিভিন্ন ধরনের ক্যাকটাস। প্রত্যেকের আকার আকৃতি দেখলে চক্ষু চরক গাছ। দেখে মনে হবে এ যেন অন্য গ্রহ থেকে আসা কোন উদ্ভিদ।
advertisement
আরও পড়ুন: North 24 Parganas News: ঝুলিতে বলিউডের গান! বাড়ি ফিরে খুশি Indian Idol-এর দেবস্মিতা, কী কী আয়োজন হল
এই ক্যাকটাস বাঁকুড়ার বাজারে বিক্রি করছে পরশমনি। বর্তমানে ক্যাকটাস কিনে উপহার দেওয়া একটি ট্রেন্ড তৈরি হয়েছে। উপহার হিসেবে দেদার বিক্রি হচ্ছে ক্যাকটাস চারা। পরশমণির নার্সারিতে তৈরি হচ্ছে সেই উৎকৃষ্ট ক্যাকটাস চারাগুলি যার মধ্যে সবথেকে উৎকৃষ্ট মানের ক্যাকটাস হল সেকুলান।
আরও পড়ুন: BJP: মিঠুনকে মাঠে নামিয়েও কাজ হল না, ফের ফেল বঙ্গ বিজেপি! পঞ্চায়েতের আগে অশনি সঙ্কেত
শুধুমাত্র ফলমূল বা শাকসবজিই নয়। রুক্ষ সুক্ষ আবহাওয়ার কাটাযুক্ত ক্যাকটাস দিয়েও আসতে পারে সফলতা। ক্যাকটাস ছাড়া তৈরি করে এবং সেটির পরিচর্যা করলেই সেটি রূপান্তরিত হবে একটি ঘর সাজানোর দ্রব্যতে। কালেভদ্রে সামান্য জল ,ব্যাস এইটুকুতেই সতেজ থাকবে ক্যাকটাস। আম জাম নয় এবার কাঁটা দিয়ে বাঁকুড়ার বাজারে ফুল ফুটিয়ে তাক লাগাল পরশমণি।
Nilanjan Banerjee