North 24 Parganas News: ঝুলিতে বলিউডের গান! বাড়ি ফিরে খুশি Indian Idol-এর দেবস্মিতা, কী কী আয়োজন হল

Last Updated:

North 24 Parganas News: গানের সুরই তাঁকে পৌঁছে দেয় ইন্ডিয়ান আইডলের স্বপ্নের মঞ্চে। দেবস্মিতার সুরে মুগ্ধ হয়েছেন তামাম বলিউড তারকারাও।

দেবস্মিতা রায়
দেবস্মিতা রায়
বনগাঁ: ইন্ডিয়ান আইডল সিজন ১৩ এ রানার আপ হয়ে ফিরলেন বনগাঁর মেয়ে দেবস্মিতা রায়। ইতিমধ্যেই তিনি তামাম দেশবাসীর মন জয় করে নিয়েছেন সুরের জাদুতে। দেবস্মিতার দ্বিতীয় স্থান অধিকার করা নিয়ে, উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। তবে কি কোনও ভাবে বাংলাকে ব্রাত্য করা হচ্ছে! প্রশ্ন তুলছেন বনগাঁবাসীরাও। তবে জেলার মানুষ কিন্তু দেবস্মিতাকেই প্রথম বলে মেনে নিয়েছেন মনে মনে। প্রতিবেশীরাও জানাচ্ছেন তাদের কাছে সেরা ঘরের মেয়ে দেবস্মিতাই।
কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়াশোনা, ছোট থেকেই গানের সুরে গোটা পাড়াকে মাতিয়ে রাখতেন বছর বাইশের দেবস্মিতা। বাবা অন্ত প্রাণ, খুবই শান্ত স্বভাবের মেয়ে, পড়াশোনা আর গান ছাড়া অন্য কোনও দিকে মন দেননি কখনো। আর এই গানের সুরই তাঁকে পৌঁছে দেয় ইন্ডিয়ান আইডলের স্বপ্নের মঞ্চে। দেবস্মিতার সুরে মুগ্ধ হয়েছেন তামাম বলিউড তারকারাও। একটুর জন্য প্রথম স্থান মিস হলেও, তা নিয়ে বিন্দুমাত্র আফসোস নেই বনগাঁর দেবস্মিতার।
advertisement
বলিউডে প্লেব্যাক গাওয়ার সুযোগও ইতিমধ্যেই এসেছে তাঁর কাছে। বাবা দেবপ্রসাদ রায় একজন পেশাদার গায়ক। বাবার কাছেই গানে হাতেখড়ি দেবস্মিতার। খেতাব জয় করে ফিরতেই, মেয়ের পছন্দের বিরিয়ানি কিনে আনলেন বাবা। মা মিতা রায়কে দেখা গেল একমাত্র সন্তান দেবস্মিতাকে মুখ মিষ্টি করাতে। ক্লাসিক্যাল এবং পুরনো দিনের গানই প্রিয় মেয়ের। আর সেই গানেই বারবার বিচারক থেকে দর্শকদের মুগ্ধ করেছেন দেবস্মিতা।
advertisement
advertisement
রাজ্যের পাশপাশি বনগাঁবাসীরাও খুশি এলাকার মেয়ের সাফল্যে। উচ্ছ্বসিত প্রতিবেশীরাও। অপরদিকে, প্রথমে অরুণিতা, এ বার দেবস্মিতার ফাইনালে উঠেও সেরার শিরোপা না পাওয়ার ঘটনাটিকে কোনও ভাবেই যেন মেনে নিতে পারছেন না বনগাঁবাসীরা। অনেকেই এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। তবে এলাকায় ফিরে খোশ মেজাজেই ধরা দিলেন ইন্ডিয়ান আইডল খ্যাত দেবস্মিতা রায়। মেয়ের সাফল্যে খুশি বাবা-মাও।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ঝুলিতে বলিউডের গান! বাড়ি ফিরে খুশি Indian Idol-এর দেবস্মিতা, কী কী আয়োজন হল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement