তবে মাছগুলির মরার কারণ পরিষ্কার হচ্ছিল না। প্রথমে অনুমান ছিল হয়তো গ্যাসের কারণেই মাছগুলি মারা যাচ্ছে এই কারণে সেই গ্যাস মারার জন্য প্রায় ৬০ কেজির মত চুন দেওয়া হয়েছিল। কিন্তু তারপর দেখা গেল পুকুরে মাছগুলিকে মারার জন্য কীটনাশক ঔষধ প্রয়োগ করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ কর্ম বিরতির ডাক দিলেন শালতোড়ার আশা কর্মীরা
ভোরে মাছ ধরার সময় মাছের জালে একটি বিষাক্ত কীটনাশকের বোতল পাওয়া যায়। তিনি বলেন মাছ প্রায় ছয় থেকে সাত কুইন্টালের মত ছিল। প্রায় দুই থেকে আড়াই কুইন্টাল মাছ মারা গেছে দুই তিন দিন ধরে। প্রায় ১৫০ গ্রাম থেকে দু কিলো পর্যন্ত মাছ চাষ হতো এই পুকুরে।
আরও পড়ুনঃ গ্রামের রাস্তার বেহাল দশা! সমস্যায় গ্রামবাসীরা
তবে এই ক্ষতির সম্মুখীন হয়ে সরকার থেকে সাহায্যের আবেদন জানান তিনি। এই পুকুরে শুধু মাছ চাষ নয় এলাকার স্থানীয় মানুষজনও স্নান করেন এই পুকুরের জলে। কিছু সময় রান্নার ও কাজেও লাগে এই পুকুরের জল। তাই এই বিষ মিশানোর ফলে একরাশ আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের।
Joyjiban Goswami






