সতীঘাট ব্রিজের সামনেই আছে বহুদিনের পুরনো হনুমান মন্দির। সরকার থেকে জানানো হয়েছে ব্রিজের রাস্তা বাড়ানোর জন্যে সরকারি জায়গায় ওপর অবস্থিত মন্দিরের মুখ্য দরজার সামনের তিনটি সিঁড়ি ও তার সঙ্গে মন্দিরের জলের ট্যাঙ্ক ভেঙে ফেলা হবে। এর ফলে দর্শনার্থীরা চরম সমস্যায় পড়বে বলে এলাকাবাসীর অভিযোগ। মন্দির কর্তৃপক্ষও এর ফলে অসুবিধা হওয়ার আশঙ্কায় ভুগছে।
advertisement
আরও পড়ুন: ছাত্রছাত্রীদের নিয়ে শান্তিপুরে বার্ষিক ক্রীড়ার আসর
তবে ব্রিজের কাজ খুব শীঘ্রই শেষ হবে বলে আশাবাদী প্রশাসন। সতীঘাট সেতু সংস্কারের কাজ শেষ হতে এত বেশি সময় লাগল কেন তার ব্যাখ্যা দিয়েছেন বাঁকুড়ার জেলাশাসক। তিনি জানান, জনবহুল এলাকা হওয়ার কারণে প্রাথমিকভাবে ডিনামাইট বিস্ফোরণের অনুমতি পাওয়া যায়নি। গত বছর বাঁকুড়া জেলায় ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় শেষ মুহূর্তে নকশা পরিবর্তন করে এই ব্রিজের উচ্চতা আরও বাড়াতে হয়েছে। এইসব কারণের জন্যই এই গুরুত্বপূর্ণ সেতু সংস্কারের কাজ শেষ হতে দেরি হচ্ছে বলে জেলাশাসক জানান।
নীলাঞ্জন ব্যানার্জি