TRENDING:

Bankura News: আসন্ন মাধ্যমিক, কীভাবে খুব দ্রুত জীবন বিজ্ঞানের ডায়াগ্রাম এঁকে ফেলবেন

Last Updated:

জীবন বিজ্ঞানের ডায়াগ্রাম আঁকতে হিমশিম খাচ্ছেন? খুব সহজেই আঁকতে পারবেন ডায়াগ্রাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 বাঁকুড়া: প্রতি বছরই বাঁকুড়া জিলা স্কুলের নাম মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলেই শোনা যায়। কৃতী ছাত্রদের হাত ধরে বাঁকুড়া জেলায় উজ্জ্বল নাম বাঁকুড়া জিলা স্কুল। যাঁদের হাতে তৈরি হয়েছে এই কৃতি ছাত্ররা তাঁদেরই একজন বিজ্ঞান বিভাগের শিক্ষক গণেশ ভান্ডারির মুখ থেকেই জেনে নিন কিভাবে খুব দ্রুত এঁকে ফেলতে পারবেন প্রাণী মাইটোসিসের মেটাফেজ এবং এনাফেজ দশা।
advertisement

মাধ্যমিক পরীক্ষায় জীবন বিজ্ঞান মানেই ডায়াগ্রাম আঁকার চিন্তা। যেকোনো বৈজ্ঞানিক ডায়াগ্রাম আঁকার সময় ছাত্র-ছাত্রীদের মাথায় রাখতে হয় অনেক বিষয় যেমন ছোটখাটো ডিটেলস, লেভেলিং এর সময় সঠিক নামগুলি লিখতে হয়। তিন ঘন্টার পরীক্ষাতে অনেক সময় হাতে সময় না থাকার জন্য তাড়াহুড়ো করে ডায়াগ্রামটি আঁকতে হয় ছাত্রছাত্রীদের। ঠিক কিভাবে হাতে কম সময় থাকা সত্ত্বেও প্রাণী মাইটোসিসের মেটাফেজ এবং এনাফেজ দশা এঁকে ফেলবেন খুব সহজে? সরাসরি দেখিয়ে দিচ্ছেন বাঁকুড়া জেলা স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক গণেশ ভান্ডারী।

advertisement

আরও পড়ুন: মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করুন,৬ স্কিমে রয়েছে নিরাপত্তা ও রিটার্নের দ্বিগুণ শক্তি

প্রথমেই প্রাণী মাইটোসিসের মেটাবেজ দশা আঁকতে গেলে দুটি সেন্ট্রিওল এঁকে নিতে হবে। তারপর কয়েকটি অ্যাস্ট্রল রে থেকে নিতে হবে এবং ক্রোমোজোম গুলো পরিষ্কার করে প্রোমোশনাল ফাইবারের ওপর এঁকে নিতে হবে। এবার ভীম যন্ত্রের বাকি অংশটুকু সম্পূর্ণ করে ফেলতে হবে তাহলে এই সম্পূর্ণ হয়ে যাবে প্রাণী মাইটোসিসের মেটাফেজ দশা।

advertisement

আরও পড়ুন: ৪ হাজার টাকা কেজি বিক্রি হয়, এই চাষে বাম্পার লাভের সুযোগ! জেনে নিন খুঁটিনাটি!

এনাফেজ দশা আঁকার সময় বেন যন্ত্র দিয়ে শুরু করতে হবে। ঠিক যে স্থানে ক্রোমোজোম দল আলাদা হয়ে যায় সেই খানে ক্রোমোজোম গুলি আগে এঁকে নিতে হবে। ক্রোমোজোনাল তন্তু গুলি বেম যন্ত্রের সাথে যুক্ত করে দিতে হবে। এরপর বেম যন্ত্রের বাকি অংশ সম্পূর্ণ করে নিতে হবে এবং অ্যানাফেজ দশায় ক্রোমোজোনাল তথ্যগুলি কিন্তু সুস্পষ্ট ভাবে দেখাতে হবে। তাহলেই সম্পূর্ণ হয়ে যাবে, প্রাণী মাইটোসিসের অ্যানাফেজ দশা।

advertisement

আরও পড়ুন: ৪ হাজার টাকা কেজি বিক্রি হয়, এই চাষে বাম্পার লাভের সুযোগ! জেনে নিন খুঁটিনাটি!

ডায়াগ্রাম আঁকার সময় ডিপ পেন্সিল ব্যবহার করতে হবে। লেবেলিং এর দাগগুলি হালকা পেন্সিল দিয়ে করতে হবে এবং লেবেলিং গুলো লেখার সময় ডিপ পেন্সিল দিয়ে লিখতে হবে।

বিশেষ দ্রষ্টব্য১) মেটাফেজ দশা আঁকার সময় প্রথমে সেন্টিঅল গুলি এঁকে নিতে হবে।২) এনাফের দশায় ক্রোমোজোনাল তন্তু গুলির ওপর ক্রোমোজোমগুলি সুস্পষ্ট ভাবে আঁকতে হবে৩) মেটাফেজ দশা আঁকার সময় তাত্ত্বিক জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।8) ডিপ পেন্সিল ব্যবহার করে ডায়াগ্রাম আঁকতে হবে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Nilanjan Banerjee

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: আসন্ন মাধ্যমিক, কীভাবে খুব দ্রুত জীবন বিজ্ঞানের ডায়াগ্রাম এঁকে ফেলবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল