New Business Ideas: ৪ হাজার টাকা কেজি বিক্রি হয়, এই চাষে বাম্পার লাভের সুযোগ! জেনে নিন খুঁটিনাটি!

Last Updated:

কালো হলুদ ঔষধি গুণে পূর্ণ। সেই কারণেই এর দাম অনেক বেশি।

কলকাতা: ভারত কৃষিপ্রধান দেশ। বেশিরভাগ মানুষই কৃষিজীবী। কিন্তু কৃষকদের আয় বলার মতো নয়। দেশের কৃষকদের এমন দশা কেন? সেই নিয়ে দিস্তে দিস্তে পাতা লেখা যায়। তবে আসল কথা, কৃষকদের আয় কীসে বাড়বে, সেই উপায় বের করা। কৃষি বিশেষজ্ঞরা সেই নিদান দিতে গিয়েই কালো হলুদ চাষের পরামর্শ দিয়েছেন। কালো হলুদ ঔষধি গুণে পূর্ণ। সেই কারণেই এর দাম অনেক বেশি।
অত্যধিক দামে বিক্রি হওয়া পণ্যগুলোর মধ্যে কালো হলুদ অন্যতম। এই ভেষজ মশলা চাষ করে প্রচুর মুনাফা কামানো যায়। তবে কালো হলুদ কালো নয়। আসলে এই গাছের পাতার মাঝখানে কালো ডোরা থাকে। এর কন্দও ভেতর থেকে কালো বা বেগুনি রঙের হয়। তাই এমন নাম। এখানে কালো হলুদ চাষের পদ্ধতি এবং কীভাবে তা থেকে উপার্জন করা যায়, সেই নিয়ে আলোচনা করা হল।
advertisement
advertisement
এভাবে করতে হবে কালো হলুদ চাষ: কালো হলুদ চাষের জন্য দোআঁশ মাটিই সবচেয়ে ভাল। চাষের সময় খেয়াল রাখতে হবে, জমিতে যেন জল না জমে। এক হেক্টরে প্রায় ২ কুইন্টাল কালো হলুদের বীজ রোপণ করা যায়। এর চাষে খুব বেশি সেচের প্রয়োজন হয় না। শুধু তাই নয়, কীটনাশকের প্রয়োজনও নেই বললেই চলে। কৃষি বিশেষজ্ঞরা বলেন, কালো হলুদ চাষের উৎকৃষ্ট সময় জুন মাস। তবে চাষের আগে জমিতে ভাল করে গোবর সার দিতে হয়। এতে ফলন বাড়ে।
advertisement
অনাক্রম্যতা বুস্টার হিসেবে ব্যাপক চাহিদা: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কালো হলুদের জুড়ি নেই। কোভিডের পর থেকেই এর চাহিদা ব্যাপক বেড়েছে। তার ওপর রয়েছে এর ঔষধি গুণ। ফলে আয়ুর্বেদেও এর বহুল ব্যবহার। বাজারে সাধারণ হলুদের দাম ৬০ থেকে ১০০ টাকা প্রতি কেজি, সেখানে কালো হলুদের দাম প্রতি কেজিতে ৫০০ টাকা থেকে শুরু করে ৪ হাজার টাকা পর্যন্ত হতে পারে। বর্তমানে কালো হলুদের চাহিদা এত বেশি, বাজারে পড়া মাত্র বিক্রি হয়ে যায়।
advertisement
কালো হলুদ চাষ থেকে আয়: এক একর জমিতে ৫০ থেকে ৬০ কুইন্টাল কাঁচা হলুদ উৎপন্ন হয়। অর্থাৎ শুকানোর পরে সহজেই ১২ থেকে ১৫ কুইন্টাল কালো হলুদ মিলবে। কমপক্ষে কেজি প্রতি ৫০০ থেকে ৪০০০ টাকায় বিক্রি করা যায়। এর উৎপাদন কম, কিন্তু বাজারে চাহিদা থাকায় দাম অনেক বেশি।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: ৪ হাজার টাকা কেজি বিক্রি হয়, এই চাষে বাম্পার লাভের সুযোগ! জেনে নিন খুঁটিনাটি!
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement