আদি মধ্যযুগের মহাকবি বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্য এর ভাব প্রয়াস রচনার কর্মকাণ্ডে নামেন ছাতনার কবি স্বরাজ মিত্র। সাহিত্য অনুরাগী মানুষদের জন্য এই এক অনন্য উপহার। ছাতনা সংযুক্তা ভবনে প্রকাশিত হলো বড়ু চন্ডীদাস বিরচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাব প্রয়াস।
আরও পড়ুন ঃ কেক নয়, মাটি কেটে জন্মদিন পালন! পুরোটা জানলে অবাক হবেন
advertisement
বই প্রকাশ অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক শুভ সূচনা করেন বর্তমান ছাতনা রাজ পরিবারের সদস্য প্রদীপ কুমার সিংহ দেও এবং এই বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন ড: দিলীপ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ পাঁচ বছর ধরে এই কাজে মনোনিবেশ করেছিলেন ছাতনার ভূমিপুত্র কবি স্বরাজ মিত্র। ছোটবেলা থেকেই ছত্রিনা নগরীর তথা এই সামন্ত ভূমের লোকজ উপাদান নিয়ে ক্ষেত্র সমীক্ষায় মনোনিবেশ করেছিলেন কবি স্বরাজ মিত্র।
তারই ফলস্বরূপ এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাব প্রয়াস। প্রাক চৈতন্য যুগের বাংলা ভাষার একমাত্র আখ্যান কাব্যের ভাবপ্রয়াসে উপকৃত হবেন ছাত্র-ছাত্রী সহ সকল সাহিত্য অনুরাগী মানুষজন। প্রাগৈতিহাসিক যুগের ভূমি খন্ড হল ছাতনা। একে মল্লভূমিও বলা হয়। রন্ধে রন্ধ্রে ইতিহাসের গন্ধ ছাতনা জুড়ে।
সেই বিস্তৃত ইতিহাসের এক বিশাল অংশ হলেন মহাকবি বড়ু চণ্ডীদাস এবং তাঁর রচিত শ্রীকৃষ্ণকীর্তন কাব্য। এই কাব্যের ভাব প্রয়াস আরও সহজ করে দেবে কাব্যের সাহিত্য রস, এমনটাই মনে করছেন সাহিত্য অনুরাগীরা।
নীলাঞ্জন ব্যানার্জী